করোনা পরবর্তি সময়ে ওয়েব সিরিজের জনপ্রিয়তা বাড়ছে, আর সেই কারণেই নতুন নতুন ওটিটি প্ল্যাটফর্ম লঞ্চ করছে , এমনই একটি নতুন ওটিটি প্ল্যাটফর্মের জন্য পরিচালক অংশুমান বন্দ্যোপাধ্যায় শুরু করতে চলেছেন তাঁর নতুন ওয়েব সিরিজ ‘লার্জ পেগ’। এটি একটি সাইকোলজিকাল ড্রামা। মানবিক সম্পর্কের ওটাপড়ায় সময়ের সঙ্গে কীভাবে বদলে যায় পারস্পরিক সমীকরণ। সেই গল্পই বলবে ‘লার্জ পেগ’। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অনিন্দ পুলক বন্দোপাধ্যায়, সায়ন্তনী গুহ ঠাকুরতা,শ্রীতমা দে , পায়েল রায় প্রমুখ। খুব শীঘ্রই শুরু হবে শ্যুটিং।
পরিচালক অংশুমান বন্দোপাধ্যায় এর ছোট ছবি ‘১২সেকন্ড’ দেশ বিদেশের বহু চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে। কান চলচ্চিত্র উৎসবের বিদেশী ছবি বিভাগে প্রতিযোগিতার করেছে, ছবিতে প্রধান দুই চরিত্র ছিলেন শিলাজিৎ মজুমদার ও শ্রীলেখা মিত্র।‘লার্জ পেগ’ সিরিজটি নিয়েও খুব আশাবাদী পরিচালক সহ কলাকুশলীরা।