Sunday, August 10, 2025
HomeCurrent NewsAusvsEng: করোনা আক্রমণে জেরবার দুই শিবির

AusvsEng: করোনা আক্রমণে জেরবার দুই শিবির

Follow Us :

৫ জানুয়ারি অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্ট শুরু। সিরিজ ইতিমধ্যে অস্ট্রেলিয়ার দখলে (৩-০)। ইংল্যান্ড এক কোথায় মাঠের লড়াইয়ে গো হারান অবস্থায়। এরই মধ্যে আলোচনার শিরোনামে চলে এসেছে : করোনা।

আরও পড়ুন: INDvsSA: টেস্ট শুরুর আগে কোচ রাহুলের হাত ক্যাপ্টেন কোহলির পিঠে

এই সিডনি টেস্ট শুরুর ৩ দিন আগে জানা গেল করোনা আক্রান্ত গ্লেন ম্যাকগ্রা। করোনাভাইরাসের হদিস মিলেছে অস্ট্রেলিয়ার কিংবদন্তি এই প্রাক্তন পেসারের শরীরে। অ্যাশেজ সিরিজের সিডনি টেস্টটি শুরু আগামী বুধবার।

প্রতিবার নতুন বছরে অস্ট্রেলিয়ার প্রথম টেস্টটি ম্যাকগ্রার কাছে বেশ গুরুত্বপূর্ণ। ব্রেস্ট ক্যান্সারে আক্রান্তদের সাহায্য করতে অর্থ সংগ্রহের জন্য এই ম্যাচকে তিনি বেছে রেখেছেন। আপাতত তিনি আইসোলেশনে আছেন। ক্রিকেট অস্ট্রেলিয়া রবিবার জানিয়েছে, সুস্থ আছেন ম্যাকগ্রা। আশা করা হচ্ছে, ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচের তৃতীয় দিন ‘জেন ম্যাকগ্রা ডে’ তে উপস্থিত থাকতে পারবেন ম্যাকগ্রা। এর মাঝেই আবার টেস্ট হবে, আর তাতেই কোভিড-১৯ নেগেটিভ ফল আসার সম্ভাবনা আছে তাঁর। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেটারদের দেওয়া হবে ব্যাগি পিঙ্ক ক্যাপ। আর ম্যাচ শুরুর দিনই মাঠে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন ম্যাকগ্রা।

ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও নিক হকলে এবার করোনা আক্রান্ত হয়ে পড়লেন। নিজেই টুইট করে লিখলেন, ‘অল্প সিম্পটম ছিল। তাই পিসিআর টেস্ট করাই। তাতে পজিটিভ হল রেজাল্ট । আমি পরিবারের সকলের সঙ্গে বাড়িতে আইসোলেশনে আছি। বাড়ির বাকিদের রেজাল্ট নেগেটিভ এসেছে’।

ম্যাকগ্রা না হয় প্রত্যক্ষভাবে অজি দলের সঙ্গে নেই। কিন্তু বিপদ বেড়েই চলেছে উল্টো শিবিরে।
মোটেই স্বস্তিতে নেই ইংল্যান্ড শিবিরেও। নিজেরপরিবারের একজনের শরীরে করোনাভাইরাসের হদিস পাওয়ায় আগে থেকেই আইসোলেশনে আছেন ইংল্যান্ডের প্রধান কোচ ক্রিস সিলভারউড। এবার তিনিও স্বয়ং হয়ে গেলেন কোভিড-১৯ পজিটিভ। টিকার সব ডোজ নেওয়া সিলভারউড গত সপ্তাহের বৃহস্পতিবার থেকেই আছেন আইসোলেশনে।

এবার ইসিবি রবিবার জানায়, ৪৬ বছর বয়সী এই কোচের কোনো উপসর্গ নেই। আগামী ৮ জানুয়ারি পর্যন্ত তাঁকে থাকতে হবে আইসোলেশনে। স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে দলের সঙ্গে থাকতে পারবেন না সিলভারউড। তাঁর অনুপস্থিতিতে পরের টেস্টে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন ব্যাটিং কোচ গ্রাহাম থর্প। সিডনিতে ম্যাচটি শুরু হতে চলেছে আরও একদিন পর।

গত সপ্তাহের সোমবার বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিন থেকে ইংল্যান্ড শিবিরে কোভিড আক্রান্তের খবর আসতে শুরু করেছিল। সেদিন খেলাই শুরু হয় আধঘণ্টা দেরিতে। র‌্যাপিড পরীক্ষায় নেগেটিভ রেজাল্ট নিয়ে সেদিন মাঠে নামতে হয়েছিল ক্রিকেটারদের।

এরপর থেকেই দুই দলের ক্রিকেটারদের দফায় দফায় পিসিআর পরীক্ষা করানো হচ্ছে। নতুন করে করানো পরীক্ষায় এবার পজিটিভ হয়েছেন ব্রিটিশ হেড কোচ সিলভারউড।

এবারের অ্যাশেজের শেষ টেস্ট হোবার্টে শুরু হবে ১৪ জানুয়ারি। ততদিনে সিলভারউড আইসোলেশন থেকে মুক্তি পাবেন বলেই আশা ইংল্যান্ড শিবিরের। মাঝে স্থানীয় একজন নেট বোলার কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর সিডনি ক্রিকেট মাঠে ইংল্যান্ডের একদিনের অনুশীলন পর্যন্ত বাতিল হয়ে যায়। পরে নিজেদের বোলার ও কোচিং স্টাফ দিয়ে অনুশীলন করে ব্রিটিশ দল। তারপরও আরেকটি পিসিআর টেস্ট করানো হয় সকলের।

এই মারাত্মক ভাইরাসে জেরবার সব খেলোয়াড়রা কেমন মানসিক স্বাস্থ্য নিয়ে মাঠে নামছে – তা বোঝাই যাচ্ছে।

ছবি:সৌ টুইটার।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Good Morning Kolkata | সকালের গুরুত্বপূর্ণ খবর, দেখুন একনজরে সরাসরি
03:00:30
Video thumbnail
Nabanna Abhijan | নবান্ন অভিযানের মিছিল রুখতে তৈরি 'লৌহকপাট'
44:46
Video thumbnail
Modi-Putin | পুতিনের সঙ্গে টেলিফোনে কথা মোদির, কী কী বিষয়ে কথা? দেখুন বড় আপডেট
03:25:40
Video thumbnail
Priyanka Gandhi | এই ভাষণে নির্মলাকে ধুয়ে দিলেন প্রিয়াঙ্কা গান্ধী, না দেখলে মিস
03:17:30
Video thumbnail
Jaya Bachchan | Nirmala Sitharaman | বলুন আমি কত ট্যাক্স দেব? সংসদে নির্মলাকে ধুয়ে দিলেন জয়া বচ্চন
03:12:38
Video thumbnail
Politics | 'এ যুগের গান্ধী কে? নরেন্দ্র মোদি আবার কে!'
04:15
Video thumbnail
Politics | ইডির কর্মকর্তা কপিল রাজ রিলায়েন্সে নিলেন কেন কাজ?
03:18
Video thumbnail
Politics | বাদ পড়ছে অনুপ্রবেশকারী অমিত শাহের মন্তব্য জারি
03:32
Video thumbnail
Bangla Bolche | Ankan-Baiswanor | শুভেন্দুর কথায় বাগবিত/ণ্ডায় অঙ্কন-বৈশ্বানর
02:28
Video thumbnail
Bangla Bolche | Firdous Samim | ''ব্যর্থতার দায় নিতে হবে CBI-কেও''
01:57