কালিম্পং থেকে ফিরেই আবার শ্যুটিংয়ের কাজে কাশ্মীর যাবেন নায়ক বনি সেনগুপ্ত। সঙ্গে অবশ্যই সঙ্গী নায়িকা কৌশানী মুখোপাধ্যায়। বৃহস্পতিবার একসঙ্গে দুটি ছবির পোস্টার প্রথমবার প্রকাশ পেল। ‘ছুটি’ ও ‘ধাঁধাঁ’। দুটি ছবি পরিচালনা করবেন শামীম আহমেদ রণি। এই দুই ছবিতেই জুটি হিসেবে থাকবেন বনি-কৌশানী। তাই একসঙ্গে দুটি ছবির শ্যুটিংয়ের জন্য তাঁরা কিছুদিনের মধ্যেই কাশ্মীর যাবেন। ‘ছুটি’ ছবিতে বনি কৌশানীর সঙ্গে দেখা যাবে লিলি চক্রবর্তী, পিয়া সেনগুপ্ত, খরাজ মুখোপাধ্যায় প্রমুখ।
অন্য ছবিটির নাম ‘ধাঁধাঁ’। এই ছবির পোস্টার সোশ্যাল মিডিয়ার দেওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়েগেছে। বনি কে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ” এটি মূলত হরর ফিল্ম। তাই এই ছবির পোস্টারে ডিজাইন সেই ভাবে করা হয়েছে। একই পরিচালকের কাজ হওয়ার কারণে আমরা দুটি ছবির শ্যুটিং একসঙ্গে করতে যাচ্ছি কাশ্মীর। “
কোভিডের কারণেই ছবির শ্যুটিংয়ের কাজ শুরু হতে দেরি হয়েছে। এই মুহূর্তে লকডাউন কিছুটা শিথিল হয়েছে। তাই প্রায় সব ছবির শ্যুটিংয়ের কাজ শুরু হয়ে গেছে ।এখন ব্যাক টু ব্যাক কাজ চলছে বনি সেনগুপ্তর।