বাঁকুড়া: জেলাশাসক ও সমগ্র শিক্ষা মিশনের আধিকারিকের নামে সিন্ডিকেটরাজ চালানোর অভিযোগে লিফলেট ছড়ানোর বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি জেলাশাসক কে রাধিকা আয়ারের। এদিন ফোনই তুললেন না জেলাশাসক। অফিসেও দেখা মিলল না সমগ্র শিক্ষা মিশনের আধিকারিকের। যদিও এই ঘটনা নিয়ে জেলা জুড়ে রাজনৈতিক মহলে তোলপাড় পড়ে গিয়েছে।
মঙ্গলবার সকালে বাঁকুড়ার জেলাশাসকের দফতরের বাইরে লিফলেট ছড়িয়ে রেখেছিল কেউ বা কারা। এই লিফলেট নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়ায় বাঁকুড়ায়। লিফলেটে লেখা ছিল দুর্নীতিবাজ ডিএম এবং তোলাবাজ সমগ্র শিক্ষা মিশনের আধিকারিক দূর হটো। বাঁকুড়া নাগরিক সমাজের নামে এই লিফলেট ছড়ানো হয়েছিল।
সমগ্র শিক্ষা মিশনের আধিকারিক পলাশ কোনারের মাধ্যমে প্রশাসনিক সিন্ডিকেটরাজ শুরু করেছেন ডিএম। এমন অভিযোগ তোলা হয়েছে লিফলেটে। খবর পেয়ে লিফলেটগুলি উদ্ধার করে নিয়ে যায় বাঁকুড়া সদর থানার পুলিস। কে বা কারা এই লিফলেট দিয়েছে, সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য মেলেনি।
লিফলেট উদ্ধার নিয়ে জেলা প্রশাসনকে বিঁধলেন বাঁকুড়া বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। তাঁর দাবি, জেলাশাসকের নেতৃত্বে দুর্নীতি যে চলছে, এই লিফলেট থেকে তা পরিষ্কার। বামেদের দাবি, জেলাশাসক থেকে শুরু করে বিভিন্ন দফতরের আধিকারিকরা দুর্নীতির সঙ্গে যুক্ত, এমন খবর শোনা যাচ্ছে। মানুষ জেনেও ভয়ে প্রতিবাদ করতে পারছেন না। সেইজন্য হয়তো এই লিফলেট ছড়িয়ে দুর্নীতির প্রতিবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ।
আরও পড়ুন: Sonia Gandhi CPP: বিজেপির বিভাজনের চেষ্টা রুখতেই হবে, সংসদীয় দলের বৈঠকে বললেন সোনিয়া
তালডাংরার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী বলেন, লিফলেটগুলি কারা দিল, কী কারণে দিল, এটা জানা দরকার। তবে সম্প্রতি সমগ্র শিক্ষা মিশনের মাধ্যমে কিছু টেন্ডার হয়েছিল, সেগুলি বাতিল করা হয়েছে। এর বাইরে কোনও বিষয় তাঁর জানা নেই। তবে এমন অভিযোগ এল কেন, তা খতিয়ে দেখা হবে বলে দাবি করলেন তালডাংরা তৃনমূল বিধায়ক।
বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু এ বিষয়ে বলেন, যা রটে, তার কিছুটা বটে। আমরা খতিয়ে দেখছি বিষয়টি। টেন্ডার সংক্রান্ত অভিযোগ থাকায় সমগ্র শিক্ষা মিশনের মাধ্যমে ডাকা মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটির টেন্ডার বাতিল করা হয়েছে বলেও দাবি করেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি।
আরও পড়ুন: Jhalda Bandh: পূর্ণিমা কান্দুকে পুলিসি হেনস্তা, বুধবার ১২ ঘণ্টা ঝালদা বনধের ডাক কংগ্রেসের
যদিও এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছে বাঁকুড়া জেলা প্রশাসন। জেলাশাসককে ফোন করা হলেও তিনি ফোন তোলেননি। অন্যদিকে সমগ্র শিক্ষা দফতরের আধিকারিক পলাশ কোনারের দেখা মেলেনি অফিসে এমনকী ফোনও তোলেননি তিনি।