কলকাতা: করোনার কারণে পরপর দু’বছর রাজ্যে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন বন্ধ ছিল৷ কিন্তু, এ বছর বাণিজ্য সম্মেলন হবে৷ আগামী বাংলা নববর্ষের গোড়াতেই বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন (বিজিবিএস) অনুষ্ঠিত হবে। ২০২২ সালের ২০-২১ এপ্রিল পরপর দু’দিন বাণিজ্য সম্মেলন হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন পেয়ে সোমবার এ কথা ঘোষণা করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারেই বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে৷
সূত্রের দাবি, এই বাণিজ্য সম্মেলনের জন্য নির্দিষ্ট কমিটি তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সেই কমিটিতে আছেন।
আরও পড়ুন-‘রামকৃষ্ণ বড় অশিক্ষিত, রবীন্দ্রনাথও বেশিদূর পড়েননি’, বেফাঁস মন্তব্যে ফের চর্চায় দিলীপ
করোনা সংক্রমণের কারণে ২০২০-২১ পরপর দু’বছর রাজ্যে বাণিজ্য সম্মেলন হয়নি। দু’বছর পর ফের বাণিজ্য সম্মেলনের আয়োজন করতে চলেছে রাজ্য সরকার। এই মাধ্যমে রাজ্যে বিনিয়োগ টেনে আনাই অন্যতম লক্ষ্য। প্রতিবারের মতো এবারও বিভিন্ন দেশের শিল্পপ্রতিরা বাণিজ্য সম্মেলনে যোগ দিতে পারেন৷ সূত্রের দাবি, পরপর দু’বছরের খামতি পূরণে আরও বড় করে বাণিজ্য সম্মেলনের আয়োজন করা হবে৷