কলকাতা টিভি ওয়েব ডেস্ক: কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বৃহস্পতিবার সিএএ ইস্যুতে বজায় রাখলেন নিজের অবস্থান। তিনি বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন কেরলে কার্যকর হবে না।
একটি ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানের পরে জনসাধারণকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, ‘কেরালায় সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেনমেন্ট অ্যাক্ট’ প্রয়োগ করা হবে না।’ এছাড়াও তিনি বলেন, নাগরিকত্ব সংশোধনী আইনে বাম সরকার নিজের অবস্থান শুরু থেকেই স্পষ্ট করে দিয়েছি।
বিজয়ন বলেন, আমাদের দেশে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব কখনই নির্ধারণ করা হয়নি। এখানে কাউকে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া হয় না। মানুষের যে কোন ধর্মে বিশ্বাস করার বা কোন ধর্মে বিশ্বাস ছাড়াই বেঁচে থাকার অধিকার আছে।
আরও পড়ুন – মোদি প্রধানমন্ত্রী হওয়ার পরই লাভবান গুজরাত, সাত বছরে কেন্দ্রীয় বরাদ্দ বেড়েছে ৩৫০ শতাংশ
এছাড়াও সিএএ-র জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব সংশোধনী আইন এনেছে যা একটি বিশেষ ধর্মের ভিত্তিতে মানুষকে আলাদা করতে পারে এমনকী এই আইনের ভিত্তিতে নাগরিকত্বও কেড়ে নিতে পারে। কাজেই কেরলে নাগরিকত্ব আইন লাগু হবে না। অনেকেই ভেবেছিলেন একটি রাজ্য কীভাবে কেন্দ্রের দ্বারা গৃহীত নিয়ম মানবে না। এক্ষেত্রে আমরা তখনও যে অবস্থান নিয়েছিলাম। এখনও একই অবস্থান রয়েছে। আগামীকালও তাই থাকবে। কেরলে নাগরিকত্ব সংশোধনী আইন প্রয়োগ করা হবে না।
আরও পড়ুন – গোয়ার পর মেঘালয়, হাত ছেড়ে ঘাসফুলে মুকুল? জল্পনা তীব্র
কেরল ছাড়াও সিএএ-র বাতিলের দাবি করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন। তিনিও অভিযোগ করেছেন সিএএ দেশের ধর্মনিরপেক্ষতা মনভাবকে নষ্ট করছে। কাজেই এই আইন বাতিল করতে হবে। ইতিমধ্যেই তামিলনাড়ু বিধানসভায় পাস হয়ে গিয়েছে সিএএ বাতিলের দাবিতে প্রস্তাব।