Tuesday, August 5, 2025
HomeCurrent NewsCommonwealth Games: ক্রিকেটে ভারতের মেয়েদের হার অস্ট্রেলিয়ার কাছে

Commonwealth Games: ক্রিকেটে ভারতের মেয়েদের হার অস্ট্রেলিয়ার কাছে

Follow Us :

এই প্রথমবার মেয়েরা কমনওয়েলথ গেমসে ক্রিকেট পদক জয়ের লড়াইয়ে নেমেছে। প্রথম ম্যাচে ভারতের মেয়ের ৩ উইকেটে হেরে গেল অস্ট্রেলিয়ার কাছে। এক রোমাঞ্চকর ম্যাচ দেখল ক্রিকেট দর্শকরা । শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৪ রান করে ভারত। এর জবাবে খেলতে নেমে ৩ উইকেট আর এক ওভার বাকি থাকতেই জয় নিশ্চিত করে নেয় অস্ট্রেলিয়া।

ম্যাচে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই হয়েছিল ভারতের। কিন্তু ১৭ বলে ২৪ রান তুলে আউট হন স্মৃতি মান্ধানা। এরপর ইয়াস্তিকা ভাটিয়া (৮ রান) সাজঘরে ফিরলেও তৃতীয় উইকেটে দুর্দান্ত ব্যাট করতে থাকেন আরেক ওপেনার শেফালি ভার্মা ও দলের নেত্রী হার্মানপ্রিত কৌর।

হার্মানপ্রিত একদিন আগলে রেখে ব্যাট করতে থাকেন। কিন্তু অপর প্রান্ত থেকে একের পর এক উইকেট চলে যেতে থাকে। ৩৩ বলে ৪৮ রান করে আউট হন শেফালি। পরে জেমিমা রদ্রিগেস (১১), দীপ্তি শর্মা (৭) , হার্লেন দেওল (১) ও আউট হন মেঘনা সিং(০)।

হার্মানপ্রিত কৌর একা লড়াই চালিয়ে যাচ্ছিলেন। ব্যাক্তিগত ৫০ রানের গণ্ডি টপকেও যান। আউট হয়ে যান ৫২ রানে। আর ২ রানে অপরাজিত থাকেন রাধা যাদব।

রান তাড়া করতে নেমে ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারছিলেন না অস্ট্রেলিয়ান ব্যাটাররা। পাওয়ার প্লের ৬ ওভারের মধ্যেই মাত্র ৪১ রান উঠতেই চলে যায় প্রথম চারটি উইকেট। এরপর ৪৯ রানের মাথায় যায় ৫ ম উইকেট। ম্যাচে এই সময় মনে হচ্ছিল বড় রানের ব্যবধানে হারতে চলেছে অজিরা।

কিন্তু ম্যাচের ছবিটাই বদলে গেল ষষ্ঠ উইকেট জুটিতে গ্রেস হ্যারিস ও অ্যাশলে গার্ডনার মাত্র ৩৪ বলে ৫১ রান করে ফেলেন। একই সঙ্গে আবার জয়ের স্বপ্ন দেখতে শুরু করে অজিরা। আবার ৩৭ রানে হ্যারিস ও ৩ রানে জেস জোনাসেন আউট হতেই ভারতের দিকে ম্যাচ আবার ঢলতে থাকে।

https://twitter.com/KALYAMPUDI1/status/1553046849749102594?t=Z6d6WVt9Igtax5Vbt8d1RA&s=19

কিন্তু একা লড়াই চালিয়ে যাচ্ছিলেন অজি অলরাউন্ডার অ্যাশলে গার্ডনার। মাত্র ৩৫ বলে ৫২ রানের এক হার না মানা ইনিংস খেলে দলকে শেষ পর্যন্ত জয় এনে দেন তিনি। তাঁকে সাহায্য করেন অ্যালানা কিং (১৬ বলে ১৮ রানে অপরাজিত)।

ছবি:সৌ টুইটার।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39