skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeCurrent Newsহারতে হারতে হারাণ ইস্ট বেঙ্গল শুধু চাইছে একটা জয়

হারতে হারতে হারাণ ইস্ট বেঙ্গল শুধু চাইছে একটা জয়

Follow Us :

হায়দরাবাদ এফ সি-র কাছে চার গোল। পরের ম্যাচে মোহনবাগানের কাছে তিন গোল। আই এস এল-এর বারো নম্বর ম্যাচে এফ সি গোয়াকে হারাবার পর পর পর দুটো ম্যাচে গোহারাণ হেরে ইস্ট বেঙ্গল এখন খাদের মধ্যে। বুধবার ভাস্কোর তিলক ময়দানে চেন্নাইয়ান এফ সি-র বিরুদ্ধে তারা সেই খাদ থেকে কি উঠে আসতে পারবে?

খুব কঠিন প্রশ্ন। ইস্ট বেঙ্গলের কোচ মারিও রিভেরা অবশ্য আশাবাদী। ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, “ফুটবলে এটা হতেই পারে। কোনও দিন আপনি ভাল খেলে হারবেন। কোনও দিন আবার খারাপ খেলেও জিতবেন। আমার বিশ্বাস টিম ঘুরে দাঁড়াতে পারবে। দল বদলের শেষ দিনে ইস্ট বেঙ্গল মুম্বই সিটি এফ সি থেকে সই করিয়েছে ডিফেন্ডার নওচা সিংকে। আর কলকাতা লিগের টপ স্কোরার রাহুল পাসোয়ানকেও নিয়েছে তারা। তবে দুজনেরই চেন্নাইয়ের বিরুদ্ধে খেলার সম্ভাবনা নেই। ইস্ট বেঙ্গল কোচ এখন চাইছেন যে করই হোক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্সেলো আর ক্রোয়েশিয়ার আন্তোনিও পেরোসেভিচের মধ্যে সমঝোতা গড়ে তুলতে। রিভেরা বলেছেন, ” মার্সেলো একেবারেই ইংরেজি বোঝে না। তাই ওর পক্ষে আন্তোনিওর সঙ্গে সমঝোতা গড়ে ওঠা মুশকিল। যত তাড়াতাড়ি এটা হয় সেটাই চেষ্টা করছি।” ডার্বি ম্যাচে চোট পেয়ে দশ মিনিটের মাথায় বসে গিয়েছিলেন অঙ্কিত মুখার্জি। তিনি এখনও ফিট নন। চেন্নাইয়ের বিরুদ্ধে তাঁর খেলার সম্ভাবনা নেই। তাই ডিফেন্সের দায়িত্ব সেই আদিল শেখের উপর। মোহনবাগানের বিরুদ্ধে সংযুক্ত সময়ে দুই মিনিটে দুটো গোল খেয়ে ইস্ট বেঙ্গল ডিফেন্সের মানসিক অবস্থা খুব খারাপ। সেখান থেকে তারা বেরিয়ে আসতে পারে কি না তাই এঝন দেখার। চেন্নাই তেরো ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে আছে সাত নম্বরে। ইস্ট বেঙ্গলকে হারালে তারা প্রথম চারে চলে যাবে। আর ইস্ট বেঙ্গল? চোদ্দ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তারা তো সেই খাদেই পড়ে আছে। সেখান থেকে কবে যে উঠৈ আসবে তাই এখন দেখার।

RELATED ARTICLES

Most Popular