Monday, August 18, 2025
HomeCurrent NewsEden Match: রোহিতের ভারত জিতেই চলেছে

Eden Match: রোহিতের ভারত জিতেই চলেছে

Follow Us :

ওয়েস্ট ইন্ডিজ: ১৫৭/৭
ভারত: ১৬২/৪

সাড়ে তিন ঘন্টার বিনোদন। ইডেনে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ৬ উইকেটে জিতে নিল নেতা রোহিত শর্মার ভারত। হিটম্যান হিট। তিন ম্যাচের সিরিজে ১-০ ম্যাচে এগিয়ে গেল ভারত। ৭ বল বাকি থাকতে জয়ে সাদা বলের লড়াইয়ে পরপর চার ম্যাচ জিতে ফেললো টিম ইন্ডিয়া। পরের দুটি ম্যাচ ১৮ আর ২০ ফেব্রুয়ারি। এই ইডেনেই।

এদিনের ময়দান আর ইডেন ছিল বিচিত্র রকম নিরুৎসাহী। ভারতীয় দল টি টোয়েন্টি ম্যাচ খেলছে, সি এ বি – র সামনের রাস্তা ম্যাচ শুরুর একটি ঘণ্টা আগেও নো এন্ট্রি বোর্ড ঝোলে নি। নেই দর্শকদের ভিড়। নেই গাড়ির ভিড়। নেই হকারদের হৈ হল্লা। অথচ রোহিত – বিরাট – পন্থরা খেলতে নামছে!

আসলে ৬৫ হাজার দর্শকের প্রবেশ নিষেধ ছিল। মাত্র ৩০০০ এন্ট্রি পাস। যা বিনি পয়সায় বিলি হলেও, হাত বদলে – রোহিত – কোহলি ফ্যানদের হতে গেল দেরিতে। তাই ইডেনের ক্লাব হাউসের আপার টিয়ার জাগলো বেশ দেরিতে। পরের ম্যাচ থেকে আরও ২০ হাজার দর্শকের দর্শন মিলবে।

মিললো টুকরো টুকরো চটকদার দৃশ্যের কোলাজ। বাংলার মহারাজ ঢুকলেন ইডেনে, তখনও পাওয়ার প্লে শেষ হয়নি। তাই সামান্য দাদা দাদা রব। আসলে, এই জনতা ছিল – কোহলির কব্জায়। তাই বল ধরলেই উল্লাস। ক্লাব হাউস প্রান্তে বাউন্ডারির কাছে ফিল্ডিং করতে আসতেই সেই উচ্ছ্বাস। কোথাও যেন মনে হল, সৌরভকে ঢেকে দিচ্ছেন কোহলি। ফ্যানদের দৌড়ে। উপভোগ করলেন কোহলি এই প্রাপ্তি। কখনও অবাক চোখে চেয়ে, আর হাত নেড়ে প্রাপ্তি স্বীকার করলেন। সৌরভ কেন, জাতীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান প্রাক্তন জাতীয় ক্রিকেটার চেতন শর্মাও বুঝলেন, কলকাতাও আজ কোহলির দখলে।

শুধু ব্যাট হতে পুরোটা দখল করা হল না। চেষ্টার কসুর করেননি। হিটম্যান রোহিতের সুপার হিটার হয়ে ওঠাতে ধাক্কা লাগতেই কোহলি কাহানি ইডেনে শুরু হয়েছিল। কিন্তু মাত্র ১৭ রানে শেষ! তবুও দলের জয়ে বেজায় খুশি। টুইটার হ্যান্ডেল থেকে লিখে দিলেন, ‘ 1 down, 2 to go’। সঙ্গে জাতীয় পতাকার ইমোজি।

ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শেষ হয় রোহিতের ধরা দুরন্ত ক্যাচে। বাউন্ডারির কাছে ফিল্ডিং করা বিরাট ছুঁলেন রোহিতের সেই মজবুত হাতকে। সাবাশ জানতে বিরাটের হাত ছুঁল রোহিতের পিঠ। রোহিত হয়তো ঠিকই বলছেন, তাঁদের মধ্যে সব কিছুই মিডিয়ার বানানো। আসলে কিছুই নেই ওদের মনে। গুণের কদর করে ওঁরা নিজেরাই গুণী।

সৌরভ সিএবি’ র লোয়ার টিয়ার বসে সব নিশ্চয় খেয়াল রাখলেন। আর চেতন শর্মা সৌরভের ইডেনে যখন,ঘণ্টা বাজিয়ে ম্যাচ শুরু করালেন – মনেই হল , এটাই তো হওয়ার কথা। সৌরভের সামনে চেয়ারে বসে ম্যাচ দেখলেন। চা – স্নাক্স খেলেন। বন্ধু অশোক ‘ সোখি ‘ মালহোত্রার সঙ্গে আড্ডা দিয়ে গেলেন ঠিকই, দেখলেন নিশ্চয়ই – নেতা কোহলির মাথা ব্যথা কমে গেছে। বোঝাচ্ছেন যেন, কেবল ক্রিকেটার কোহলিতেই খুশি।

বিশ্নোই বিশ্বাস:

টিম ইন্ডিয়ার জার্সিতে অভিষেক ঘটিয়েই দিনটি স্মরণীয় করে রাখলেন ২১ বছরের রবি বিশ্নোই।
বিশ্নোই-হর্ষল প্যাটেলদের বোলিং আর রোহিত-সূর্যকুমারদের ব্যাটে ভর করে ভারত জয়ের ধারা ধরে রাখলো। টসে হেরে প্ৰথমে ব্যাট করতে নেমে ইডেনে ক্যারিবিয়ানরা ৭ উইকেটে ১৫৭ রানের বেশি তুলতে পারেনি। জবাবে রান তাড়া শুরু করতে নেমে ভারত ১৮.৫ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।

ওভার পিছু ৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারত শুরুতে হিটম্যানের মারকাটারি মার দিয়ে শুরু করে। ওপেনার রোহিত-ঈশান দুজনেই পাওয়ার প্লে-তে ৫৮ রান তুলে নেয়। রোহিত ওডিয়ন স্মিথের একটি ওভারে জোড়া ছক্কা, জোড়া বাউন্ডারি সমেত ২২ করে দিয়েছিলেন। জাতীয় দলের নেতা হয়ে পয়া ইডেনে হিটম্যান দ্রুততম হাফ সেঞ্চুরিটি করে ফেলার সম্ভাবনা বানিয়ে ফেলেছিলেন। ঠিক সেই সময়েই রোহিত চেজের বলে আউট হয়ে ফেরেন। তিন ছক্কা, চার বাউন্ডারি সমেত রোহিত মাত্র ১৯ বলে ৪০ করে ফিরে যান।

এরপরে মাঝের কয়েক ওভারে রোহিতের পরে ঈশান (৪২ বলে ৩৫), কোহলি (১৭), পন্থ (৮) আউট হয়ে গিয়ে ভারত একসময় ৪ উইকেটে ১১৪ রানে হয়ে গিয়েছিল। বেশ চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। সেখান থেকে সূর্যকুমার যাদব (১৮ বলে ৩৪) এবং ভেঙ্কটেশ আইয়ার (১৩ বলে ২৪) করে দলের জয় নিশ্চিত করেন।

অভিষেকের ম্যাচে বিশ্নোই যে বেশ নার্ভাস ছিলেন, তাঁর প্ৰথম ওভারেই স্পষ্ট হয়ে গিয়েছিল। ২১ বছরের তারকা প্ৰথম ওভারেই তিনটে ওয়াইড করে বসেন। তবে দ্বিতীয় ওভারে সমস্ত জড়তা ঝেড়ে ফেলে জোড়া উইকেট তুলে নেন। প্ৰথমে রস্টন চেজকে (৪) লেগবিফোর করেন। তারপরে আউট করেন রভম্যান পাওয়েলকে (২)। বিশ্নোইয়ের বল মিড উইকেট দিয়ে উড়িয়ে দিতে গিয়ে ভেঙ্কটেশ আইয়ারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন পাওয়েল। চার ওভারে মাত্র ১৭ রানে দুই উইকেট তুলে নিয়ে অভিষেক স্মরণীয় করে রাখলেন বিশ্নোই। হর্ষল প্যাটেলও দুই উইকেট নেন।

ছবি: সৌ টুইটার।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Congress | ভোট অধিকার নিয়ে কংগ্রেসের সাংবাদিক বৈঠক, দেখুন সরাসরি
00:00
Video thumbnail
Mamata Banerjee | বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য কী কী পদক্ষেপ রাজ্য সরকারের? দেখুন পুরো ভিডিও
00:00
Video thumbnail
Mamata Banerjee | পরিযায়ী শ্রমিকদের জন্য বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর, চালু হচ্ছে নতুন প্রকল্প
00:00
Video thumbnail
Mamata Banerjee | নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন সরাসরি
00:00
Video thumbnail
India Alliance | ইন্ডিয়া জোটের সাংবাদিক বৈঠক, দেখুন সরাসরি
00:00
Video thumbnail
Madrasa Board | মাদ্রাসা শিক্ষার বি/রু/দ্ধে কড়া আইন এই রাজ্যে, না মানলে কী পদক্ষেপ? দেখুন বড় খবর
00:00
Video thumbnail
Election Commission | SIR-এ ভোটার তালিকায় নাম তুলতে নথিহীন নথি দাবি কমিশনের
02:48:27
Video thumbnail
Abhishek Banerjee | দিল্লি থেকে ফেরার সময় সাংবাদিকদের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখুন সরাসরি
01:13:53
Video thumbnail
Mamata Banerjee | নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন সরাসরি
12:57
Video thumbnail
Mamata Banerjee | বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য কী কী পদক্ষেপ রাজ্য সরকারের? দেখুন পুরো ভিডিও
06:18