কলকাতা : দুয়ারে রেশন ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প ঘোষণা করার পর থেকেই শুরু হয়েছিল জল্পনা ৷ কী ভাবে-কী পদ্ধতিতে দুয়ারে রেশন পৌঁছে দেওয়া হবে? এবার তার রূপরেখা এঁকে দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী ৷ আজ নেতাজি ইন্ডোরে ‘দুয়ারে রেশন’-এর উদ্বোধন করে কী ভাবে এই প্রকল্পের সফল করা যায় তা বুঝিয়ে দিলেন মমতা ৷
মুখ্যমন্ত্রীর ঘোষণা রেশন ডিলাররা নিজের গাড়িতে রেশন বাড়ি বাড়ি পৌঁছে দিতে চাইলে সেই ক্ষেত্রে প্রয়োজনীয় সাহায্য করবে সরকার ৷ গাড়ি কিনতে চাইলে ডিলার প্রতি এক লাখ টাকা করে দেওয়া হবে বলেও ঘোষণা করেন মমতা ৷
প্রকল্প ঘোষণার সময় থেকেই একটি প্রশ্ন ঘুরে ফিরে আসছিল ৷ কী ভাবে দুয়ারে রেশন পৌঁছে দেওয়া যাবে ৷ এর সমাধান করে মমতা বলেন, প্রতি ৫০০ মিটার অন্তর অন্তর রেশনের গাড়ি এসে দাঁড়াবে ৷ কবে-কখন কোথায় গাড়ি দাঁড়াবে, এ সব কিছু এসএমএস করে এবং প্রয়োজনে ঘোষণা করে আগাম জানিয়ে দেওয়া হবে ৷
আরও পড়ুন-দুয়ার সরকার প্রকল্পের মডেল বাকি দেশকে পথ দেখাচ্ছে: মমতা
একই সঙ্গে এ দিন রেশন ডিলারদের কাজে সাহায্য করার জন্য দুই জন করে কর্মী নিয়োগের সিদ্ধান্তও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷ এই দুই কর্মীর অর্ধেক বেতন দেবেন সংশ্লিষ্ট ডিলার এবং বাকি অর্ধেক দেবে রাজ্য সরকার ৷ প্রতি কর্মীর বেতনও ঠিক করে দেন মমতা ৷ দশ হাজার করে টাকা পাবেন এই এক এক জন কর্মী ৷ এর ফলে প্রায় ৪২ হাজার মানুষের কর্ম সংস্থান হবে বলেও আজ দাবি করেন মুখ্যমন্ত্রী ৷