কলকাতা: পরকীয়ার জেরে গৃহবধূকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে৷ ১২ বছরের ছেলের সামনেই তাঁর মা’কে(প্রিয়াঙ্কা হালদার) এলোপাথাড়ি কুপিয়ে খুন করেছে বাবা৷ বৃহস্পতিবার নিউটাউন থানার শুলংগুড়ি দক্ষিণ পাড়ার ঘটনা৷ সূত্রের খবর, এলোপাথাড়ি কোপানোর পর স্থানীয়রা নির্যাতিতাকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু, চিকিৎসকরা মৃত ঘোষণা করেন৷ এই ঘটনায় অভিযুক্ত স্বামী রুবেল হালদারকে গ্রেফতার করেছে পুলিশ৷
স্থানীয় সূত্রে খবর, বারো-তেরো বছর আগে মৃত প্রিয়াঙ্কা হালদার ও রুবেল হালদারের দেখাশুনা করে বিয়ে হয়৷ তাঁদের ১২ বছরের ছেলেও আছে৷ এ দিন ছেলেকে নিয়ে পড়াতে যান প্রিয়াঙ্কা হালদার৷ বাড়ি ফেরার পথে এক মহিলাকে ডেকে নিয়ে যান বাড়িতে৷ এরপর বাড়ি ফিরে স্বামী রুবেল হালদার নিজের স্ত্রীকে এলোপাথাড়ি কোপাতে থাকেন৷ তা দেখে ছেলে দৌড়ে গিয়ে মামার বাড়ির লোকজনকে ডেকে নিয়ে আসে৷ ততক্ষণে মহিলাকে কুপিয়ে বাড়ির পাশের নর্দমায় ফেলে দিয়েছে রুবেল৷ সেখান থেকেই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান বাপের বাড়ির লোকজন৷ কিন্তু, সব শেষ৷ মহিলার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানায়৷
আরও পড়ুন-বধূকে কুপিয়ে খুনের অভিযোগে গ্রেফতার স্বামী
স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েক মাস ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না৷ বিবাহ বর্হিহূত সম্পর্ক নিয়ে দু’জনের মধ্যে ঝামেলা লেগেই থাকত৷ বুধবার রাতেও দু’জনের মধ্য কথা কাটাকাটি হয়৷ তারপর এ দিনের নৃশংস ঘটনা৷ পুলিস জানিয়েছে, এখনও খুনের সঠিক কারণ জানা যায়নি৷ ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷ গোটা ঘটনার তদন্ত চলছে৷