Wednesday, July 30, 2025
HomeCurrent NewsIND vs SL T20I : খুব বেশি আর পরীক্ষাতে সায় নেই রোহিতের

IND vs SL T20I : খুব বেশি আর পরীক্ষাতে সায় নেই রোহিতের

Follow Us :

ঘন ঘন ম্যাচ। আর একের পর এক ক্রিকেটারের চোট। ভারত – ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ হতে না হতেই, এবার চোটের জন্য শ্রীলঙ্কা সিরিজে খেলতে আর পারছেন না – ফাস্ট বোলার দীপক চাহার আর ব্যাটার সূর্যকুমার যাদব। বুধবার এটা জানা গেল বিসিসিআই সকাল সকাল মেইল পাঠাতেই।
দীপকের চোট পায়ের পেশীতে। আর যাদবের চোট হতে। কলকাতায় তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে বিপত্তি।

বৃহস্পতিবার শুরু হচ্ছে ভারত – শ্রীলঙ্কা সিরিজ। শুরুতে টি টোয়েন্টি ম্যাচ খেলা হবে । তারপর দুটি টেস্ট। পরিসংখ্যানে চোখ বুলোতে গিয়ে দেখা গেল, এই লখনউতে ভারত শেষ টি টোয়েন্টি ম্যাচ যেটা খেলেছিল, তাতে রোহিত শর্মা দলের নেতা হয়ে ৬১ বলে অপরাজিত ১১১ রান করেছিলেন।
এসবের মাঝে, কলকাতায় নিজের নুতন ফিল্ম-এর প্রচার করতে এসে বলে গেছেন – ‘এখন যারা খেলছে তাদের মধ্যে আমার প্রিয় ক্রিকেটার রোহিত শর্মা।’ হিট রোহিট – রোহিত।

এত ম্যাচ। আর ভারত আবার সবধরনের ম্যাচ এক অধিনায়ক নীতিতে ফিরে গেছে। এই কারণে সাংবাদিকদের সামনে বসতেই রোহিতের জন্য প্রশ্ন এল, ক্রমাগত খেলা – আপনি নিজে বিশ্রাম পাবেন তো? এমন চাপ নিয়ে খেলে গেল পারফরমেন্সের উপর প্রভাব পড়বে না তো?

বিরাট কোহলির একসময় এই সমস্যা হয়েছিল।
রোহিত চোট সমস্যায় তো গোটা দক্ষিণ আফ্রিকা সফরেই যেতেই পারেননি। কিন্তু তিনি জমাট আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেনঃ ‘দেশকে নেতৃত্ব দেওয়া এক বিশাল সম্মানের। টানা খেলে যাওয়ার চাপ এখনই সমস্যা মনে হচ্ছে না। আমি তো সব ধরনের ম্যাচই খেলার জন্যে তৈরি। কাজের চাপ বা খেলার চাপ নির্ভর করে , খেলার পর কেমন যাচ্ছে – তার উপর। একটা একটা করে দিন ধরে চলতে হবে। বুঝতে হবে, শরীর কতটা কি করলো। যদি বিশ্রাম নেওয়ার হয়, বিশ্রাম নিতে হবে।’

আই সি সি টি টোয়েন্টি বিশ্বকাপের রোডম্যাপ নিয়ে রোহিত সব কিছু বলতে নারাজ। তবে আত্মবিশ্বাসী নেতার মতন বলেছেনঃ ‘ আমার নিজের কাছে আমি পরিষ্কার, কিভাবে এগিয়ে যাব। দলের মধ্যে অনেক চোট – আঘাত দেখে ফেলেছি। একটা পরিকল্পনা নিয়ে আমরা এগুচ্ছি। এটা বলতেই পারি।’

কথা ওঠে , বেশ খানিকটা বিশ্রাম পাওয়া বোলার বুমরাহরার সহ অধিনায়ক নিয়ে। এবারও রোহিত মন খুলে কথা বলেছেন, ‘এর জন্য বোলার বা ব্যাটার হওয়া নিয়ে সমস্যা নেই, আসল হল – মন। চাই মানসিক শক্তি। সেটা বুমরাহের আছে। ভালো তো ওর এই নেতৃত্ব দেওয়ায় ভূমিকা মেলাটা।’

চোট সারিয়ে দলে ফিরলেন রবীন্দ্র জাদেজা

এই সিরিজে নির্বাচিত সঞ্জু স্যামসনকে আশাবাদী নেতা রোহিত। বলেছেনঃ ‘ আইপিএলে ওর খেলা অনেক ধরনের শট দেখেছেন। পিক আপ পুল শট, কাট, বোলারের মাথার উপর দিয়ে তুলে মারা – এসব শট খেলা সহজ ব্যাপার নয়। আমার ধারণা, যখন অস্ট্রেলিয়া যাব ( পরের টি টোয়েন্টি বিশ্বকাপ সেখানে) তখন এই শটগুলো খেলতে পারে এমন কাউকে দলে দরকার হবে। এই শট গুলো সঞ্জুর ভাঁড়ারে আছে। ওর জন্য শুভেচ্ছা রইল। যতটা সে পারে , পুরোটা প্রয়োগ করে এই সুযোগ কাজে লাগবে।’

কিন্তু ওপেনিং নিয়ে কি নিজের জায়গা নিয়ে পরীক্ষা চলবে? রোহিত এবার মাথা নাড়েন। বলেন, ‘ নাহ আমাকে নিয়ে আর পরীক্ষা চাই না। এবার ওপেন করতেই নামব। অন্য প্রান্তে কিছু পরীক্ষা চলবে হয়তো।’

লঙ্কা শিবির বিপর্যয়ের মধ্যে সিরিজ শুরু করতে চলেছে। স্টার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা অস্ট্রেলিয়াতে কোভিড -১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। খেলতে পারছেন না গোটা টি টোয়েন্টি সিরিজেই।

এসবের মাঝে শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা বলেছেনঃ ‘ভারতের বোলিং শক্তি এখন দারুণ শক্তিশালী। তবে আমরা আশাবাদী, দলের টপ অর্ডার তা মোকাবিলা করে নেবে।

ছবি: সৌ টুইটার।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Rahul Gandhi | অপারেশন সিঁদুর নিয়ে পার্লামেন্টে বক্তব্য রাখছেন রাহুল গান্ধী, দেখুন Live
49:51
Video thumbnail
Rajnath Singh | রাজ্যসভায় অপারেশন সিঁদুর নিয়ে সরব রাজনাথ সিং, দেখুন সরাসরি
02:07:30
Video thumbnail
Mamata Banerjee | 'বাংলাকে ব/ঞ্চনা মানব না'
01:41:15
Video thumbnail
Congress | নয় ট্রাম্পের মুখ বন্ধ করুন, নাহলে ম‍্যাকডোনাল্ড বন্ধ করুন
01:11:16
Video thumbnail
Tejashwi Yadav | কী করে পহেলগামে অ্যা/টা/ক হল? বি/স্ফো/রক তেজস্বী যাদব
52:45
Video thumbnail
Donald Trump | Putin | ট্রাম্পের হু/ম/কির মুখে পুতিন! কোন নয়া স্ট্র্যাটেজি মার্কিন প্রেসিডেন্টের?
01:23:20
Video thumbnail
Amit Shah | 'জ/ঙ্গিদের পকেটে পাকিস্তানি চকলেট মিলেছে' বি/স্ফো/রক অমিত শাহ
55:20
Video thumbnail
Amit Shah | Pahelgam | 'নি/হ/ত ৩ জ/ঙ্গিই পহেলগাম কাণ্ডের হা/ম/লা/কারী'
45:35
Video thumbnail
Weather Update | ফের ঘূর্ণাবর্তের চোখ রাঙানি, বাংলাজুড়ে ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা?
01:20:21
Video thumbnail
Metro News | ফের যাত্রী ভোগান্তি, অনির্দিষ্ট কালের জন্য বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন, কী কারণ?
58:20

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39