মেয়েদের পঞ্চাশ ওভারের বিশ্ব কাপে দুর্দান্ত শুরু করল ভারত। রবিবার নিউ জিল্যান্ডে তারা পাকিস্তানকে হারিয়ে দিল ১০৭ রানে। টস জিতে ব্যাটিং নিয়ে মিতালি রাজের দল তোলে পঞ্চাশ ওভারে ২৪৪-৭। জবাবে পাকিস্তান ৪৩ ওভারে ১৩৭ রানে অল আউট হয়ে যায়। ভারতের রাজেশ্বরী গায়কোয়াড় ৩১ রানে চার উইকেট নিয়েছেন। বাকি ছটা উইকেট নিয়েছেন ঝুলন গোস্বামী (২-২৬), মেঘনা সিং (১-২১), দীপ্তি শর্মা (১-৩১) এবং স্নেহ রানা (২-২৭)। ভারত ও পাকিস্তানের মেয়েদের মধ্যে এর আগে দশটা ম্যাচ হয়েছিল। দশটিতেই জিতেছিল ভারত। দেখা গেল, এগারো নম্বরের ম্যাচেও ভারতই জিতল।
সকালে ব্যাট করতে নেমে ভারত শুরুতেই বিপর্যয়ের মধ্যে পড়ে। ওপেনার শেফালি বর্মা কোনও রান না করেই ফিরে যান। অপর ওপেনার স্মৃতি মান্ধানা (৫২) এবং দীপ্তি শর্মা (৪০) দ্বিতীয় উইকেটে ৯২ রান যোগ করার পর আবার ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারত। খুব কম রানেই ফিরে যান অধিনায়ক মিতালি রাজ ((৯), হরমনপ্রীত কাউর (৫) এবং উইকেটকিপার রিচা ঘোষ (১)। এর পর স্নেহা রানা (৫৩) এবং পূজা বস্ত্রকার (৬৭) ষষ্ঠ উইকেটে ১১২ রান যোগ করলে ভারত সাত উইকেটে ২৪৪ রান তুলতে পারে। ব্যাট হাতে ৫৩ এবং বল হাতে ২৭ রানে দুই উইকেট নিয়ে ম্যাচের সেরা স্নেহা রানা। ভারতের পরের ম্যাচ নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ১০ মার্চ। ২০০০ সাল থেকে মেয়েদের বিশ্ব কাপ শুরু হয়েছে। ভারত কোনও দিন চ্যাম্পিয়ন হয়নি। তবে ২০০৫ সালে তারা ফাইনালে উঠৈ হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে। আবার ২০১৭ সালে তারা ফাইনালে উঠে হেরে যায় ইংল্যান্ডের কাছে।