Sunday, August 3, 2025
HomeCurrent NewsIndia vs Sri Lanka: সঞ্জুর লিগামেন্টে বড় চোট! দলে ঈশান

India vs Sri Lanka: সঞ্জুর লিগামেন্টে বড় চোট! দলে ঈশান

Follow Us :

আবার চোটের আশঙ্কা। এবার লিগামেন্টে চোট পেলেন সঞ্জু স্যামসন! ভারতীয় শিবির থেকে এখনও এই চোট সম্পর্কে কিছু জানানো হয়নি। কিন্তু বোর্ড সূত্র থেকে এমন কিছুর ইঙ্গিতই মিলছে। যা টের পাওয়া যাচ্ছে, গোটা সাদা বল সিরিজেই আর নাকি খেলার সম্ভবনা নেই।

কয়েকমাস আগে একসঙ্গে এই দুই ক্রিকেটারের টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয়েছিল। এবার একই সঙ্গে জাতীয় ওয়ানডে ইন্টারন্যাশনাল ম্যাচেও অভিষেক ঘটলো দুজনের-সূর্যকুমার যাদব এবং ঈশান কিষাণ। কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে ভারতের প্রথম একাদশে রয়েছেন এই দুই মুম্বই ইন্ডিয়ান্স তারকাই।

রবিবার ঈশানের জন্মদিন। আর জন্মদিনেই জাতীয় দলে ওয়ানডেতে অভিষেক হল এই উইকেটকিপার – ব্যাটসম্যানের। দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হয়ে এমন নজির গড়লেন তিনি। এর আগে ১৯৯০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ভারতীয় হিসাবে জন্মদিনে অভিষেক হয়েছিল গুরকিরত সিংয়ের।

ঈশান কিষাণকে দলে রাখার জন্যই কি বাইরে বসতে হচ্ছে সঞ্জু স্যামসনকে? নাকি সঞ্জুর চোট এই সুযোগ এনে দিল ঈশানকে! ধরে নেওয়া হয়েছিল ঈশান কিষান নন, শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ভারতের প্রথম পছন্দের উইকেটকিপার হবেন সঞ্জু স্যামসনই। আবার মনে করা হচ্ছে, সঞ্জু এর আগে সুযোগ পেয়েছেন জাতীয় দলে। তা কাজে লাগাতে পারেননি। একটি সূত্র জানিয়েছে, শাস্ত্রী – কোহলিরা চান এই সিরিজে ঈশানকে পরখ করে দেখতে। তাই এই সিধ্যান্ত।

তবে এদিন প্রথম একাদশ নির্বাচনের পর জানানো হয়, অনুশীলনের সময় হাঁটুতে চোট পেয়েছিলেন সঞ্জু। সেইজন্যই এদিন তাকে দলের বাইরে রাখা হয়েছে।

প্রথম ম্যাচে, টসে জিতে শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।

তিন স্পিনার এবং দুই পেসার নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নেমেছে ধাওয়ানের টিম ইন্ডিয়া। পেস বোলিংয়ে ভুবনেশ্বর কুমারের সঙ্গী হয়েছেন দীপক চাহার। কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চাহাল সঙ্গেই স্পিনার অলরাউন্ডার হিসাবে থাকছেন ক্রুনাল পান্ডিয়া। অর্থাৎ দলে তিন স্পিনার ।

এদিন আবার জাতীয় দলকে নেতৃত্বের অভিষেকে বিরল নজির গড়ে ফেললেন শিখর ধাওয়ান। ৩৫ বছর ২২২ দিনের মাথায় জাতীয় দলের অধিনায়কত্ব করতে নামলেন। আর ধাওয়ানই হলেন ভারতের প্রবীণতম নেতা।

ভারতের প্রথম একাদশ:
শিখর ধাওয়ান(অধিনায়ক),পৃথ্বী শ,সূর্যকুমার যাদব, মনীশ পান্ডে,ঈশান কিষান(উইকেটকিপার),হার্দিক পান্ডিয়া,ক্রুনাল পান্ডিয়া,যুজবেন্দ্র চাহাল,কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার,দীপক চাহার।

ছবি:সৌ-টুইটার

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39