Friday, August 8, 2025
HomeCurrent NewsINDvsSAODI: রোহিতের জন্য পিছিয়ে দেওয়া হল দল নির্বাচন দিনক্ষণ

INDvsSAODI: রোহিতের জন্য পিছিয়ে দেওয়া হল দল নির্বাচন দিনক্ষণ

Follow Us :

বিসিসিআই আপাতত কিছুটা পিছিয়ে দিল , দক্ষিণ আফ্রিকাতে ওয়ান সিরিজের জন্য দল নির্বাচনের দিনক্ষণ। প্রথম টেস্টের পর দল বাছাই হবে। এটা করার অন্যতম কারণ, নয়া নেতা রোহিত শর্মার ফিটনেস ১০০ শতাংশ নিশ্চিত করে ফেলা।

রোহিত শর্মা হ্যামস্ট্রিং চোটের জন্য টেস্ট সিরিজ থেকে সরে যেতে বাধ্য হয়েছিলেন। বিসিসিআই সূত্র বলছে, ভারত – দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট শেষ হলে দল নির্বাচন করতে বসা হবে। সম্ভবত ৩০ কিংবা ৩১ ডিসেম্বর। দিনটি চূড়ান্ত হয়নি। রোহিত শর্মাকে আরও কয়েকটা দিন দেওয়া হয়েছে, একশো শতাংশ ফিট হতে। আসলে হ্যামস্ট্রিংয়ের চোট অন্য ধরনের এক সমস্যা। একবার এই চোট হলে, তা বিভিন্ন সময় ভোগায়।
কোনও কারণে রোহিত যদি এখনই ফিট না হন, তাহলে – কে এল রাহুল সেক্ষেত্রে দলকে ৩ ম্যাচের সিরিজে নেতৃত্ব দেবেন।

যা জানা গেছে, তাতে রবীন্দ্র জাদেজা আর অক্ষর প্যাটেল এবার এই নির্বাচনের জন্য এখনও ফিট নন। আর রোহিতকে নিয়ে শেষ মুহুর্তে সিধ্যান্ত নেওয়া হবে।

জাদেজা আর অক্ষরকে না পাওয়া যাওয়ায়, চলে এসেছে রবিচন্দ্রন অশ্বিনের নাম। এই অভিজ্ঞ স্পিনারটি দলে জায়গা পেলে চার বছর পর আবার জাতীয় দলে ফিরবেন। আগে ঠিক ছিল, বিজয় হাজারে ট্রফি ফাইনালের পর (২৬ ডিসেম্বর) দল নির্বাচনে বসবেন জাতীয় সিনিয়র নির্বাচক কমিটি।

রোহিত শর্মা ফিট না হলে নেতৃত্ব সামলাবেন কে এল রাহুল।

বোর্ড সূত্র থেকে জানা যাচ্ছে, রোহিত যদি ১০০ শতাংশ ফিট না হতে পারেন – তাহলে কে এল রাহুলের নেতৃত্ব দেওয়া হবে। টিম ম্যানেজমেন্ট যেটা চাইছে, তা হল – রোহিত অনেকটাই সুস্থ হয়ে যান, তাহলে দক্ষিণ আফ্রিকা চলে যাবেন। ৩ ম্যাচের সিরিজ শুরু হতে ৩ সপ্তাহ বাকি। ভারতীয় দলের ফিজিও আর ট্রেনারের সঙ্গে থেকে পুরোপুরি তৈরি করে নিতে পারবেন। কিন্তু চোটের এখনকার পরিস্থিতি আগে বুঝতে হবে।
এমন পরিস্থিতিতে ফিটনেসকে অগ্রাধিকার দিয়ে চেতন শর্মা আর তাঁর দলবল কি করেন, তাই দেখার।

গুরুত্ব বিজয় হাজারেতে:

এখনও পর্যন্ত ঠিক আছেন, ঘরোয়া ৫০ ওভারের টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে ক্রিকেটারদের পারফরম্যান্সকে গুরুত্ব দেওয়া হবে। সেই কারনে দুই উঠতি তারকা ভেঙ্কটেশ আয়ার আর ঋতুরাজ গায়কোয়ারকে দলে নেওয়া হতে পারে। অলরাউন্ডার স্লটে আসতে পারে শাহরুখ খানের নাম। ফিনিশার বলে ঘরোয়া ক্রিকেটে নাম কিনে নিয়েছেন। নির্বাচকরা যদি এই সিরিজে তাঁকে না নেয়, তাহলে হোম সিরিজে শ্রীলঙ্কা আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলে রাখার কথা ভাবতে পারেন। তবে অভিজ্ঞ ওপেনার শিখর ধাওয়ানকে আবার জাতীয় দলে দেখা যেতে পারে, ঘরোয়া ক্রিকেটে যদিও সাফল্য পাননি এবার।

ছবি: সৌ টুইটার।

RELATED ARTICLES

Most Popular