Monday, August 11, 2025
HomeCurrent NewsKashi Vishwanath Corridor: ঔরঙ্গজেব কাশী এলে শিবাজী রুখে দাঁড়াতেন, দাবি প্রধানমন্ত্রী মোদির

Kashi Vishwanath Corridor: ঔরঙ্গজেব কাশী এলে শিবাজী রুখে দাঁড়াতেন, দাবি প্রধানমন্ত্রী মোদির

Follow Us :

বারাণসী: সোমবার কাশী বিশ্বনাথ মন্দিরের করিডর (Kashi Vishwanath Corridor) উদ্বোধনে মুঘল সম্রাট ঔরঙ্গজেব এবং মারাঠা রাজা শিবাজী (Shiv Sena) মহারাজের প্রসঙ্গ তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)৷ তিনি বলেন, ‘কাশী অনেক উত্থানপতনের সাক্ষী থেকেছে। অনেক সুলতান এসেছে, চলে গিয়েছে। কিন্তু কাশী রয়েছে। ঔরঙ্গজেবের অত্যাচার ইতিহাস জানে। কিন্তু তাঁর পাল্টা শিবাজিও ছিলেন। ঔরঙ্গজেব কাশী এলে শিবাজী রুখে দাঁড়াতেন৷’

এ দিন কালভৈরব মন্দিরে পুজো দিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সঙ্গে নিয়ে গঙ্গায় নৌবিহার করেন মোদি৷ ঘাট থেকে নেমে কাশী বিশ্বনাথ করিডর উদ্বোধনের আগে গঙ্গাস্নান সারেন তিনি৷ তারপরই করিডোর উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, ‘কাশীতে এক জনেরই সরকার রয়েছে। যাঁর হাতে ডমরু রয়েছে। তিনি চেয়েছেন বলেই এই কাজ সম্ভব হয়েছে।’

করোনাকালে করিডোরের কাজ করার প্রসঙ্গ তুলে মোদির দাবি, অসম্ভব বলে কিছু নেই৷ ইচ্ছে থাকলে সবকিছুই সম্ভব। তিনি বলেন, ‘আজকের ভারত বিশ্বকে পথ দেখাচ্ছে৷’ নতুন করিডোরের মাধ্যমে ভক্তরা কতটা সুবিধা পাবেন সে প্রসঙ্গও তুলে ধরেন মোদি৷ প্রধানমন্ত্রী বলেন, ‘সোমবার থেকেই জনসাধারণের জন্য করিডর খুলে যাবে৷ প্রবীণ ভক্তদের সুবিধার্থে চলন্ত সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে৷

অন্য দিকে, ৩৩৯ কোটি টাকা ব্যয়ে কাশী বিশ্বনাথ মন্দির করিডর নির্মাণের জন্য প্রধানমন্ত্রী মোদিকে শুভেচ্ছা জানান উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, ‘মোদিজি ভারতের সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরছেন৷ সেই কাজের অঙ্গ কাশী বিশ্বনাথ ধাম হোক বা অযোধ্যার রামমন্দির৷’ এরপরেই মহাত্মা গান্ধীকে কটাক্ষ করেন তিনি৷ যোগী বলেন, ‘গান্ধী একশো বছরে বারাণসীতে এসে দুঃখ করেছিলেন। নোংরা, ঘিঞ্জির মধ্যে মানুষকে থাকতে দেখে দুঃখ পেয়েছিলেন। মহাত্মার সেই দুঃখ দূর করেছেন প্রধানমন্ত্রী মোদি।’

আরও পড়ুন- কলকাতার ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি খারিজ সুপ্রিম কোর্টের

উল্লেখ্য, কাশী বিশ্বনাথ মন্দির থেকে গঙ্গার পাড় পর্যন্ত পাঁচ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে করিডর নির্মাণ করা হয়েছে। ২০১৯ সালে এই প্রকল্পের কাজ শুরু হয়৷ তারপর আজ সোমবার সেই করিডরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী৷ প্রকল্পের শিলান্যাসও তিনি করেছিলেন৷ এ দিনের উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বিজেপি-শাসিত ১২ রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন৷ এ ছাড়াও, ছাড়াও প্রায় ৩০০০ মধ্যে জ্যোতিষী, শিল্পী এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তি করিডোরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। ভোটের ঠিক আগে এই করিডরের উদ্বোধন বিজেপির ভোটব্যাঙ্ককে আরও মজবুত করবে বলে মনে করছে রাজনৈতিক মহল। চলতি সপ্তাহে এই নিয়ে উত্তরপ্রদেশে তৃতীয় প্রকল্পের উদ্বোধন করলেন মোদি। এর আগে যোগী আদিত্যনাথের কেন্দ্র গোরক্ষপুরে ৯৬০০ কোটি এবং তার পর সরযূ খাল উদ্বোধন করেন নমো।

 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Good Morning Kolkata | সকালের গুরুত্বপূর্ণ খবর, দেখুন একনজরে সরাসরি
51:30
Video thumbnail
Jagdeep Dhankar | লাপাতা লেডিসের পর লাপাতা উপরাষ্ট্রপতি! একি বলে দিলেন কপিল সিব্বল!
02:32:21
Video thumbnail
Suvendu Adhikari | Manoj Kumar Verma | মনোজ ভার্মাকে শু/য়ো/রের…বললেন বিরোধী দলনেতা
02:37:25
Video thumbnail
Anubrata Mondal | কেষ্টর শিব-সেবা, শ্রাবণ মাসের শেষ সোমবারের আগে পূণ্যার্থীদের সেবা অনুব্রতর
05:46
Video thumbnail
Hilsa Festival | রবিবাসরীয় দুপুরে শহরে ইলিশ উৎসবে চাঁদের হাট, ফরচুনের ২৫ বছরের উদ্যোগ 'বর্ষা মঙ্গল'
02:24
Video thumbnail
Stadium Bulletin | ২০২৭ বিশ্বকাপে কি দেখা যাবে 'রো-কো' জুটিকে? ডুরান্ডে হাফ ডজন গোল ইস্টবেঙ্গলের
20:59
Video thumbnail
Nabanna Abhijan | Rekha Patra | নিজের হাতে ব‍্যারিকেড খুললেন র/ণং/দেহী রেখা পাত্র, দর্শক পুলিশ
11:55:01
Video thumbnail
Sajal Ghosh | Mamata Banerjee | মুখ্যমন্ত্রীকে অশালীন ভাষায় আ/ক্র/মণ শ্রীলেখার, কী বললেন সজল ঘোষ?
05:40:30
Video thumbnail
Bibhas Adhikari | প্রাক্তন তৃণমূল নেতার 'প্রাইভেট থানা', দেখুন Exclusive রিপোর্ট
00:00
Video thumbnail
Operation Sindoor | অপারেশন সিঁদুরে পাকিস্তানকে দাবার চাল? কী বললেন সেনাপ্রধান? দেখুন এই ভিডিয়োয়
00:00