কেরালা ব্লাস্টার্স–১ জামশেদপুর এফ সি-০
(সাহাল আব্দুল সামাদ)
আই এস এল সেমিফাইনালের প্রথম লেগে বড় অঘটন। ফেভারিট জামশেদপুরকে হারিয়ে দিল কেরালা ব্লাস্টার্স। চার দিন আগেই এটিকে মোহনবাগানকে হারিয়ে আই এস এল-এর লিগ শিল্ড জিতেছে জামশেদপুর। টানা সাতটা ম্যাচও জিতেছিল তারা। কিন্তু প্রথম সেমিফাইনালে ল অব অ্যাভারেজ হয়ে গেল । তবে শুক্রবার মারগাওয়ের নেহরু স্টেডিয়ামে সেই জামশেদপুরকে পাওয়া গেল না। তবে ৩৮ মিনিটে গোল খাওয়ার আগে তিনটে সুযোগ নষ্ট করে জামশেদপুর। সামনে শুধু গোলকিপার গিলকে পেয়েও ড্যানিয়েল চিমা বল তিন কাঠির মধ্যে রাখতে পারেননি। একটু পরেই গ্রেগ স্টূয়ার্টের গড়ানে ফ্রি কিক থেকে গোল করার সুযোগ পেয়েছিলেন মোবাশির। কিন্তু তাঁর শট বাঁচিয়ে দেন গিল। এর পরেই গোল করে ফেলেন কেরালার মিডফিল্ডার সাহাল আব্দুল সামাদ। সংযুক্ত আরব আমীরশাহিতে জন্ম সামাদের। তবে ভারতের হয়ে খেলবার জন্য তিনি এদেশে চলে আসেন। জাতীয় দলের হয়ে নিয়মিত ফুটবলার সামাদ। গোলটি করলেন চমৎকার। পিছন থেকে আসা একটা বলকে তাড়া করে ডিফেন্ডারকে পিছনে ফেলে একটা নিখুঁত লব করে গোল করেন সামাদ। দ্বিতীয়ার্দ্ধের মাঝামাঝি কেরালার অধিনায়ক আদ্রিয়ান লুনার ফ্রি কিক জামশেদপুর গোলকিপার রেহনেশের হাত এড়িয়ে পোস্টে লেগে ফিরে আসে। জামশেদপুরের ড্যানিয়েল চিমা এবং গ্রেগ স্টূয়ার্ট এদিন পুরো ব্যর্থ। জামশেদপুরের হারের কারণ এটাই। ম্যাচের সেরা কেরালার গোলকিপার প্রাভসুখন সিং গিল। দ্বিতীয় দফার সেমিফাইনাল ১৫ মার্চ।