কলকাতা: রাজস্থানের প্রত্যন্ত এলাকার দুষ্কৃতীদের গোপন ডেরায় আচমকা হানা লালবাজারের গোয়েন্দাদের। সেখান থেকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে আসা হল দুজন কুখ্যাত তোলাবাজ ফকরুদ্দিন খান এবং আসলাম খানকে। সোমবার ওই দুষ্কৃতীদের হাজির করা হয়েছে শিয়ালদহ আদালতে। বিচারক তাদের গোয়েন্দা হেফাজতে রাখার নির্দেশ দেন। তোলাবাজদের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল ফোন, সিম কার্ড ও এটিএম কার্ড বাজেয়াপ্ত করেছে গোয়েন্দারা।
আরও পড়ুন- কলকাতা পুরসভায় চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ১
গত বছর ওই তোলাবাজরা শহরের এক তরুণীকে ভিডিও কলে জানায়, তোমার ছবি আমাদের হাতে এসেছে। এই ছবি সুপার ইম্পোজ করা হবে। তারপর আপত্তিকর সেই ছবি তোমার বন্ধুবান্ধবের ফেসবুকে ভাইরাল করে দেওয়া হবে। এটা যদি আটকাতে চাও তাহলে আমাদের একাউন্টে টাকা পাঠাও।
আরও পড়ুন- ৪৩ লক্ষ টাকার প্রতারণা, দিল্লি থেকে গ্রেফতার মূল অভিযুক্ত
সেই কথা শোনার পর ওই তরুণী ভয় পেয়ে যান। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি পুলিশকে জানান। তদন্তের দায়িত্বভার গ্রহণ করেন লালবাজারের গোয়েন্দারা। ওই ভিডিও কল পরীক্ষা করে গোয়েন্দারা দেখেন, কল দুটি এসেছিল রাজস্থানের দুটি জায়গা থেকে। সঙ্গে সঙ্গে গোয়েন্দাদের একটি দল গত সপ্তাহে রাজস্থানের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে গিয়ে অভিযান চালিয়ে দুই তোলাবাজকে গ্রেফতার করেন গোয়েন্দারা। প্রথমে তাদের হাজির করা হয় রাজস্থানের স্থানীয় একটি আদালতে। এরপর সেই আদালতের ট্রানজিট রিমান্ডের নির্দেশমতো দুজন তোলাবাজকে কলকাতায় নিয়ে আসা হয়।