Friday, August 1, 2025
HomeCurrent NewsMamata Banerjee: হেলিকপ্টারে নয়, ট্রেনে চেপেই উত্তরবঙ্গ সফরে মমতা

Mamata Banerjee: হেলিকপ্টারে নয়, ট্রেনে চেপেই উত্তরবঙ্গ সফরে মমতা

Follow Us :

কলকাতা: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হেলিকপ্টারে নয়, ট্রেনে চেপেই এ বার উত্তরবঙ্গে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উত্তর এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে পাঁচ জেলায় সফর করবেন মুখ্যমন্ত্রী। দুই বঙ্গে প্রশাসনিক বৈঠকের (Administrative Meeting) কর্মসূচি আগেই ঠিক করা ছিল। তাই দুর্যোগ উপেক্ষা করে নির্ধারিত সূচি মেনেই তিনি প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন। সরকারি সূত্রে খবর, মালদা ও দুই দিনাজপুর ছাড়াও মুর্শিদাবাদ ও নদিয়া নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক রয়েছে।

জওয়াদের জেরে রাজ্যের দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে প্রশাসনিক বৈঠক ছিল। সেখানেই সিদ্ধান্ত হয়, সোমবার শতাব্দী এক্সপ্রেসে মালদা রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা। সেই মতো নবান্ন থেকে পূর্ব রেলের কর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। খারাপ আবহাওয়ার কারণেই হেলিকপ্টারে মালদায় যাওয়ার পরিকল্পনা বাতিল করতে হয়।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবারও কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টি হবে। ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা ও মুর্শিদাবাদেও। এই অবস্থায় হেলিকপ্টারে মালদায় গেলে ল্যান্ডিংয়ে সমস্যা হতে পারে। তাই শতাব্দী এক্সপ্রেসে রওনা দেবেন।

আরও পড়ুন-ইউপিএ ইস্যুতে ভূপেশ বঘেলের তোপে মমতা

সূত্রের খবর, সোমবার দুপুরে শতাব্দী এক্সপ্রেসে চেপে সন্ধ্যাতেই মালদায় পৌঁছে যাবেন মমতা। রাতে সেখানেই থাকবেন। মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী কনভয় নিয়ে যাবেন উত্তর দিনাজপুর জেলার করণদিঘিতে। সেখানেই উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক বৈঠক করবেন। সেখান থেকে ফের মালদহ ফিরে আসবেন। পরদিন, বুধবার সকালে মালদহ জেলায় প্রশাসনিক বৈঠক। সেই বৈঠক শেষ করে সড়কপথে তিনি যাবেন মুর্শিদাবাদ। ওই দিনই বিকেলে মুর্শিদাবাদে প্রশাসনিক বৈঠক করে কৃষ্ণনগরে রওনা দেবেন। বৃহস্পতিবার কৃষ্ণনগরে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। ওই দিনই ফিরে আসবেন কলকাতায়।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39