Friday, August 1, 2025
HomeCurrent Newsআইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে সেই উইলিয়ামসন

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে সেই উইলিয়ামসন

Follow Us :

একটা টেস্ট জয় এগিয়ে দিয়েছে নিউজিল্যান্ডকে। এগিয়ে দিয়েছে সেই দলের ক্রিকেটারদের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব জেতার পর আইসিসি টেস্ট রাঙ্কিংয়ে কিউই ক্রিকেটারদের জয় – জয়কার। প্রকাশ পেলে এই তালিকা।
আরও পড়ুন – আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে অলরাউন্ডার জাদেজা

কিছুদিন আগেও কিউই ব্যাটসম্যান কেন উইলিয়ামসনকে পেছনে ফেলে আইসিসির টেস্ট ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে চলে এসেছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্টিভ স্মিথ। এরপর ছবিটাই বদলে গেছে টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনাল ম্যাচটির পর। যোগ্য নেতার মতো খেলেছেন কিউই অধিনায়কটি । এমন মঞ্চে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য আবারও পয়লা নম্বর স্থানে ফিরলেন উইলিয়ামসন।

ইংল্যান্ডের মাটিতে বৃষ্টিবিঘ্নিত ফাইনালের দুই ইনিংসে ৪৯ ও অপরাজিত ৫২ রান করে তিনি আবার টপকে গেলেন অজি ব্যাটসম্যানকে। ৯০১ রেটিং পয়েন্ট পেয়ে স্মিথের থেকে এগিয়ে আছেন ১০ পয়েন্টের ব্যবধানে। ২০১৫ সালে প্রথমবার টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে বসেছিলেন উইলিয়ামসন। আজ আবার ৬ বছর বাদে সেই সম্মান।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৪৭ রান করেছিলেন নিউজিল্যান্ডের আরেক অভিজ্ঞ ক্রিকেটার রস টেইলর। র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে তিনি আছেন এখন ১৪তম স্থানে। প্রথম ইনিংসে ৫২ রান করে ডেভন কনওয়ে এগিয়েছেন ১৮ টি ধাপ। উঠে এসেছেন ৪২ নম্বরে।

কিন্তু আইসিসি’র এই সপ্তাহের প্রকাশিত টেস্ট বোলিং র‌্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন ঘটেনি। শীর্ষেই রয়েছেন প্যাট কামিন্স। ‍দুইয়ে রবিচন্দ্রন অশ্বিন ও টিম সাউদি তিনে।

আরও পড়ুন – আইসিসিরও ভরসা বিসিসিআই !

কিন্তু রদ বদল ঘটেছে অলরাউন্ডার ক্যাটাগরিতে। টেস্টের এক নম্বর অলরাউন্ডারের তালিকায় আবার ফিরে এলেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। ভারতের রবীন্দ্র জাদেজা পিছিয়ে তৃতীয় স্থানে। দুই নম্বরে উঠে এসেছেন বেন স্টোকস। চারে ভারতের রবিচন্দ্রন অশ্বিন। পাঁচ নম্বরে বাংলাদেশের সাকিব আল হাসান।

টেস্ট চ্যাম্পয়নশিপের ফাইনাল শুরুর ঠিক আগে হোল্ডার শীর্ষ স্থান থেকে সরে গিয়েছিলেন ম্যাচে সাফল্য না পাওয়ায়। নেমে ছিলেন দুই নম্বরে। পয়লা নম্বরে বসেছিলেন ভারতের রবীন্দ্র জাদেজা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ম্যাচে বড় সাফল্য না পাওয়ায় জাদেজা এখন চলে গেছেন তৃতীয় স্থানে। এগুতে পারেননি অশ্বিনও।

ছবি:সৌ-টুইটার

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39