skip to content
Sunday, July 7, 2024

skip to content
HomeCurrent NewsPink Ball Test: নয়া নেতা রোহিত প্রথম টেস্ট সিরিজ জয়ের দোরগোড়ায়

Pink Ball Test: নয়া নেতা রোহিত প্রথম টেস্ট সিরিজ জয়ের দোরগোড়ায়

Follow Us :

এবার লড়াই বাঙ্গালুরুতে। টেস্টের নয়া নেতা ৪০০ তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছেন। আর টেস্টের নয়া নেতার সামনে সিরিজটি ২-০ ম্যাচে বিপক্ষকে উড়িয়ে দাপটে জেতার সুবর্ণ সুযোগ। সঙ্গে নামছে আগের নেতা – বিরাট কোহলি। মোহালিতে আগের টেস্টই তাঁর শততম ম্যাচ ছিল। এবার তিনি তাঁর আরেক প্রিয় শহরে। আইপিএলে তিনি খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে। সেই দলের নেতৃত্ব ছেড়ে দিলে কি কি হবে – তিনিই যে নয়নের মণি।

এই দুই তারকাকে নিয়ে আজ চিন্নাস্বামী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টটি খেলতে নামছে শ্রীলঙ্কার বিপক্ষে। মোহালিতে তিনদিনে ভারত প্রথম টেস্ট জিতেছিল। এক ইনিংস আর ২২২ রানে এসেছিল জয়।

চলছে ম্যাচের প্রথম একাদশ নিয়ে আলোচনা।

এবার কিন্তু লাল বলের লড়াই নয়। পিঙ্ক বলের লড়াই। রোহিতের থেকে এই ম্যাচে, বড় রানের ইনিংস চায় সকলে। হিটম্যান রেডি। মাঠের যে উইকেটে খেলা হবে , তারই পাশের এক পিচে অনেকক্ষণ ব্যাটিং করলেন হেড কোচ রাহুল দ্রাবিড় আর ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের সামনে। পুল আর হুক শট হওয়ায় না উড়িয়ে , মাটিতে নামিয়ে বাউন্ডারি পাঠানোর অনুশীলন সারলেন।

নয়া নেতা রোহিত বলেছিলেন মোহালিতে, আগের নেতা কোহলি দলকে যে উচ্চতায় নিয়ে গেছেন – তার থেকে আরও এগিয়ে নিয়ে যেতে চান তিনি। এই টেস্ট জিতলে, দেশের মাটিতে টানা ১৫ টি টেস্ট জিতে নেবে টিম ইন্ডিয়া।

ব্যাটে-বলে নিজেকে সারাক্ষণ ব্যস্ত রাখলেন কোহলি।
RELATED ARTICLES

Most Popular