Thursday, August 14, 2025
HomeCurrent Newsজ্বালানির মূল্যবৃদ্ধি, প্রতিবাদে দড়ি দিয়ে টানা হল বাস

জ্বালানির মূল্যবৃদ্ধি, প্রতিবাদে দড়ি দিয়ে টানা হল বাস

Follow Us :

পেট্রোল, ডিজেলের দাম আকাশছোঁয়া। তাই দড়ি দিয়ে টানতে হচ্ছে বাস। সোমবার এইভাবেই দড়ি দিয়ে বাস টেনে প্রতিবাদ জানালো টাকি ও ইটিন্ডা ইছামতি বোটঘাট বাস মালিক ও শ্রমিকরা।

গত ১ জুলাই পশ্চিমবঙ্গে শিথিল হয়েছে করোনা সতর্কতাবিধি। রাজ্য সরকার ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চালানোর কথা বলেছে। যদিও ভাড়া বৃদ্ধির দাবিতে অনড় বাস কর্তৃপক্ষ। অন্যদিকে বেসরকারি বাসের ভাড়া বাড়াতে নারাজ রাজ্য সরকার। ফলে রাস্তায় গড়ায়নি বাসের চাকা। প্রতিটি বাসস্টপে যাত্রীদের ভিড় থাকলেও দেখা মিলছে না বাসের। অন্যদিকে ট্রেন বন্ধ থাকার কারণে বাসই একমাত্র ভরসা। এদিকে ভাড়া না বাড়ালে বাস চালানো কার্যত অসম্ভব। অথচ বাস না চলানোয় ক্ষতির সম্মুখীন  হয়েছে বাস মালিক ও শ্রমিকেরা। আর সেই কারণেই এহেন প্রতিবাদ।

এই বিষয়ে বসিরহাট মহকুমা আইএনটিটিইউসি সভাপতি কৌশিক দত্ত জানিয়েছেন, ‘বসিরহাট মহকুমার প্রায় সাড়ে তিনশো বাস মালিক ও প্রায় দেড় হাজার বাস শ্রমিক এই কাজের সঙ্গে যুক্ত। কিন্তু রাজ্য সরকার বাস ভাড়া না বাড়ানোর কারণে পেট্রোল ও ডিজেলের কেন্দ্রীয় মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজকে এইভাবে প্রতিবাদ জানান হল।’ অন্যদিকে বসিরহাট মহকুমা বাস সিন্ডিকেটের সম্পাদক উৎপল মিত্র জানিয়েছেন, অবিলম্বে পেট্রোলের দাম না কমালে তাঁরা এই ধরনের আরও অভিনব প্রতিবাদ করবেন এবং আরও বৃহত্তর আন্দোলনে নামবেন।

RELATED ARTICLES

Most Popular