তাহলে এভাবেও ভাবা যায়! নিজের বাড়িতে একটি গাড়ি ছিল। চার চাকার। নানান স্মৃতিতে ভরা। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ব্যাডমিন্টন প্লেয়ার পিভি সিন্ধু সেই গাড়ি বেচে দিলেন এক নয়া সংস্থা ‘স্পিন্নি’র মাধ্যমে। ‘কিচেন নেটওয়ার্ক’-এর মালিক ইমরান খান কিনলেন সেই গাড়ি। দিলেন গাড়ির মূল্য ১২ লাখ ৫ হাজার টাকা। সেই পুরো টাকাটাই সিন্ধু দিয়ে দিলেন, সুচিত্রা ব্যাডমিন্টন আকাদেমিকে। এই আকাদেমিতে বেশ কয়েক বছর ধরে অনুশীলন করে চলেছেন সিন্ধু।
আরও পড়ুন:ওয়াংখেড়েতে সিরিজ জয়ের মঞ্চে রেকর্ড কোহলি, অশ্বিনের
দুটি অলিম্পক্সের পদক জয়ী সিন্ধু এক নিদর্শণ রেখে দিলেন এমন বাস্তব ভাবনায়।গাড়ি বেচার এই নয়া সংস্থা ‘স্পিন্নি’র সঙ্গে যুক্ত হয়েছেন এই ভারতীয় প্লেয়ারটি। তাই নিজের গাড়ি বেচে সেই কাজ শুরু করে দিলেন। আর পাওয়া টাকাটা এই আকাদেমির উঠতি প্লেয়ারদের কাজে লাগাতে দিয়ে দিয়েছেন।
ভারতীয় এই তারকাটি বলেছেন, ‘ব্যাডমিন্টন বিশ্বে ভারত এখন অন্যতম শক্তিশালী দেশ হয়ে উঠেছে। সেটা ধরে রাখতেই হবে। এখন থেকে আরও নতুন প্রতিভার সন্ধান করতে হবে। এই আকাদেমিতে নিজে প্র্যাকটিস করি। আমি জানি এই টাকাটা কমবয়সী ট্যালেন্টদের অনেকটা সাহায্য করতে পারে’।
Welcoming @Pvsindhu1 as one of the captains of #SquadSpinny #SpinnyXSindhu ? pic.twitter.com/6hVzruYpLX
— Spinny (@myspinny) October 26, 2021
নয়া সংস্থা ‘স্পিন্নি’র সঙ্গে নিজেকে যুক্ত করে সিন্ধু বলেছেন,‘তারা যেভাবে আমাদের গাড়িটি বেচেছে, তাতে দু-পক্ষের মনপসন্দ হয়েছে। আর সেই অর্থ যখন আগামীদিনের প্লেয়ার গড়তে কাজে লাগে, ভালো লাগার মাত্রাটা বেড়ে যায়’।
Buying your first car is always special @Pvsindhu1 shares her first car feeling ? #CarJoy pic.twitter.com/8K9TPlNn2n
— Spinny (@myspinny) December 6, 2021
এই সুচিত্রা ব্যাডমিন্টন আকাদেমির যিনি প্রতিষ্ঠাতা প্রদীপ রাজু বলেছেন, তাঁরা সবসময় লক্ষ্য রাখেন যাতে অনেক বেশি কমবয়সীরা খেলতে আসে। সেইসব সম্ভাবনাময় প্লেয়ারদের ঘষামাজা করে বিশ্বমানের করে তোলাই মূল টার্গেট।তিনি কৃতজ্ঞ সিন্ধুর কাছে। এভাবে আগামীদিনের প্রতিভাদের জন্য অর্থ সাহায্য করে। বলেছেন, আরও কচি-কাঁচাদের টেনে আনতে হবে এই আকাদেমিতে। তারজন্য সিন্ধুর এই উদ্যোগ দারুণ কাজে লাগবে’।
‘স্পিন্নি’র সিইও নীরজ সিং বলেছেন,‘সিন্ধু তাঁর মতাদর্শের মধ্যে দিয়ে আমাদের অনুপ্রাণিত করেছে’।
আর যিনি সিন্ধুর গাড়িটি কিনলেন, সেই ইমরান কী বলছেন? এই গাড়িটি পিভি সিন্ধুর, এটাই আমার কাছে স্পেশাল। আমরাও চাই ভারতের ব্যাডমিন্টনের আগামীদিনের প্রতিভাদের পাশে থাকতে’।
ছবি: সৌ টুইটার