মালবাজার : ফের একবার খাবারের খোঁজে লোকালয়ে অজগর। এবার হাজির মেটেলি ব্লকের বড়দিঘী চা বাগানের শ্রমিক মহল্লায়। বুধবার রাতে চা বাগান পাহাড়িয়া লাইন নিবাসী রশিদুল ইসলাম, তাঁর বাড়ির উঠোনের পাশে একটি ঝোপের মধ্যে কিছু একটা নড়াচড়া করতে দেখেন। সামনে গিয়ে টর্চয়ের আলো ফেলতেই চক্ষু চড়কগাছ। দেখেন ১২ ফুট লম্বা অজগর কুন্ডলি পাকিয়ে বসে আছে। খবর ছড়িয়ে পড়তেই অজগরটিকে দেখতে স্থানীয় লোকজন ভিড় জমান। এরপর স্থানীয় দুই যুবক মিলে অজগরটিকে উদ্ধার করে সংলগ্ন বড়দিঘী বিট অফিসে জমা দিয়ে আসেন। অজগরটি সুস্থ থাকায় সেটিকে রাত্রেই গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলে জানা যায়। শ্রমিক মহল্লার হাঁস, মুরগি কিংবা ছাগল খেতেই অজগরটি ওই এলাকায় এসেছিল বলে মনে করছেন এলাকার বাসিন্দারা।