নয়াদিল্লি: দেশের সব কিছু বেচে দিয়েছে সরকার৷ বেসরকারিকরণ নিয়ে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে মোদি সরকারকে আক্রমণ কংগ্রেস নেতা রাহুল গান্ধির৷ তিনি বলেন, রেল, গ্যাস পাইপ লাইন থেকে শুরু করে একাধিক সরকারি সংস্থা বিক্রি করে দিয়েছে সরকার৷ করোনাকালে বহু মানুষ চাকরি হারিয়েছেন৷