skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeCurrent Newsসমদর্শীর জমজমাট বিয়েবাড়ি

সমদর্শীর জমজমাট বিয়েবাড়ি

Follow Us :

ওয়েবে সমদর্শী দত্ত’র প্রথম পরিচালনা। তিনি অভিনয় ও করেছেন এই সিরিজ এ।নাম “গাঙ্গুলিস ওয়েড গুহস”।এই সিরিজের প্রিমিয়ার হয়েগেল নন্দন প্রেক্ষাগৃহে। সিরিজের গান, ট্রেলার দেখা গেল এই প্রিমিয়ারেই। উপস্থিত ছিলেন সিরিজের সমস্ত কলাকুশলী। বিয়েবাড়ির আবহে সাজানো হয়েছিল প্রেক্ষাগৃহ, সহযোগে ছিল মিষ্টিমুখ। । এই সিরিজে সমদর্শীর বিপরীতে অভিনয় করেছেন অমৃতা চট্টোপাধ্যায়ে,সুদীপা বসু,শুভ্রজিৎ দত্ত,সৌম্য সেনগুপ্ত ,রানা বসু ঠাকুর ,অদ্রিজা মজুমদার প্রমুখ। এই সিরিজ দেখা যাচ্ছে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে।
বিয়ে নাকি দুই পরিবারের মিলন, কিন্তু এই সিরিজে বিয়ে তার থেকেও বেশি কিছু।


নীলমনি মিত্র লেনের একান্নবর্তী গাঙ্গুলি পরিবারের থেকে বালিগঞ্জের গুহ পরিবার অনেকটাই আলাদা। গুহ’রা শিল্পচর্চা নিয়ে থাকে, প্রায় সকলেই কিছু না কিছু জানে, কেউ রবীন্দ্র সঙ্গীত, কেউ বা কত্থক আর সান্ধ্য আসর জমায় টলি ক্লাবে, সুরা আর চিজে ডুব দিয়ে। আর অন্যদিকে উত্তর কলকাতার বনেদি গাঙ্গুলি পরিবার, যারা কিনা এখনো পুরনো আসবাব আর কোচবিহার রাজ পরিবারের সাথে কোনো এক সম্পর্ক নিয়ে গর্ব বোধ করেন। নামকরা উকিল, ডাক্তার বা ইঞ্জিনিয়ার নিয়ে একান্নবর্তী পরিবার গাঙ্গুলি’রা। এই দুটো পরিবারের মধ্যে ততটাই পার্থক্য, যতটা হওয়া সম্ভব। কিন্তু তবুও তারা এক জায়গায় জড়ো হয়েছে একটাই কারণে, কারণ তাদের বাড়ির দুই ছেলে-মেয়ে বেশ কিছুদিনের ফুরফুরে কলেজ প্রেমকে ‘বিবাহের রূপ দিতে চেয়েছে।

গাঙ্গুলি আর গুহ’রা পরস্পরকে ঠিক কতটা অপছন্দ করে সেটা এই বিয়েবাড়ি থেকে ঢের বোঝা যায়। চাপা উত্তেজনা, হাস্যকর সমস্যা, সন্দেহ, গোপনীয়তা, হঠাৎ করে হয়ে যাওয়া রোমান্টিক রিইউনিয়ন, বা পুরোনো, নতুন সম্পর্কের মাঝেও পাকা দেখা থেকে শুরু করে, আইবুড়োভাত হয়ে রিসেপশন, বিয়ের নানান আচার-অনুষ্ঠান পালন করতে করতে শেষে দুই পরিবারের মিল হয় এই গল্পে।একটি জমজমাট বিয়েবাড়ির আসর সাজানো রয়েছে সিরিজ জুড়ে।

RELATED ARTICLES

Most Popular