Sunday, August 3, 2025
HomeCurrent NewsShane Warne Death: সেই ভিলাতে চার মহিলা ম্যাসিওর কেন!

Shane Warne Death: সেই ভিলাতে চার মহিলা ম্যাসিওর কেন!

Follow Us :

যে কোনও মৃত্যু , হৃদয় বিদারক। আর যদি তা কোনও সেলিব্রিটির হয় – তাহলে তার মাত্রা আরও বেড়ে যায়। আর তাঁর নাম শ্যেন ওয়ার্ন বলে – মাত্রাটা অন্য পর্যায়ে পৌঁছে গেছে। থাইল্যান্ড থেকে তাঁর দেহ এখন অস্ট্রেলিয়াতে পৌঁছে গেছে।
কিন্তু তাঁর ভিন দেশে মাটিতে এমন মৃত্যুতে গুঞ্জন থামছেই না। এবার উঠে এল, নয়া তথ্য।
মৃত্যুর আগে ওয়ার্নের ভিলায় মহিলা চার ম্যাসিওর! সিসিটিভি ফুটেজে ধরা পড়ল সবকিছু
ওয়ার্নের মৃত্যুর আগে শেষবার তাঁকে জীবিত অবস্থায় দেখেছিলেন চার ম্যাসিওর। এমনটাই ধারণা থাই পুলিশের।

হঠাৎ শ্যেন ওয়ার্নের মৃত্যু রহস্যে নয়া মোড়। এখনও পর্যন্ত জানা গেছে, আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া কাটিয়ে চলে গিয়েছেন কিংবদন্তি। তবে তাইল্যান্ডে কো সামুইয়ে যে ভিলায় ছিলেন ওয়ার্ন, সেখানে নাকি মৃত্যুর কয়েক ঘন্টা আগে বেশ কয়েকজন ম্যাসিওরকে দেখা গিয়েছিল। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ছবি। স্থানীয় পুলিশ সূত্রে জানানো হয়েছে, চারজন মহিলা ম্যাসিওরই নাকি শেষবার ওয়ার্নকে জীবিত অবস্থায় দেখেছিলেন। করা এরা!

https://twitter.com/KateKelly1111/status/1502229548481810434?t=xwPIq4SZdB9PXkk6lNGtvg&s=19

যদিও সেদেশের পুলিশ কোনও রকম অন্তর্ঘাতের সম্ভবনা উড়িয়ে দিয়েছেন। জানিয়ে দেওয়া হয়েছে, স্বাভাবিক কারণেই মৃত্যু হয়েছে মহাতারকার। আজ থেকে এক সপ্তাহ আগে গত শুক্রবার ওয়ার্নকে (মাত্র ৫২ বছর বয়সে) নিজের ভিলায় অচৈতন্য অবস্থায় পাওয়া গিয়েছিল। তারপরে ওয়ার্নের তিনজন বন্ধু সিপিআর দিয়ে বাঁচানোর চেষ্টা করলেও নাকি তা কাজে লাগেনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয় ।

এই তারকা ক্রিকেটারের দুই বন্ধু ইতিমধ্যেই পুলিশকে জানিয়েছেন, ওয়ার্নের সুইটে দুজন মহিলা প্রবেশ করেছিলেন। স্থানীয় সময় দুপুর ২.৫৮-এ বেরিয়ে যান তাঁরা। এর ঠিক দু ঘন্টা ১৭ মিনিট পরে ওয়ার্নকে অচৈতন্য অবস্থায় খুঁজে পান বন্ধুরা। সেই মহিলাদের নাকি এখনও পুলিশ সনাক্ত করতে পারেননি। তবে পুলিশ স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনও অস্বাভাবিক ঘটনার কোনও বিষয় নেই।

ব্রিটিশ ট্যাবলয়েড ‘ডেইলি মেইল’ অনলাইনের প্রতিবেদনে পুলিশের বয়ান এবং সিসিটিভি ফুটেজের ছবি শেয়ার করা হয়েছে প্রতিবেদনে। পুলিশের শীর্ষকর্তা ইউতান্না সিরিসোম্বাত ব্রিটিশ প্রচার মাধ্যমটিকে জানিয়েছেন, ম্যাসাজ করার জন্যই নাকি মহিলাদের ডাকা হয়েছিল। তবে ম্যাসিওররা আসার আগেই নাকি অসুস্থ বোধ করছিলেন ওয়ার্ন।

সেই রিপোর্টে লেখা হয়েছে, “সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, চার ম্যাসিওর ওয়ার্নের রিসর্টে আসেন শুক্রবার, ৪ মার্চ বেলা ১.৫৩ মিনিটে । এর মধ্যে দুজন ওয়ার্নের সুইটে ম্যাসাজ করতে প্রবেশ করেন। বাকি দুজন ওয়ার্নের বন্ধুদের রুমে যান। জানা যাচ্ছে, রিসর্টের স্টাফকে ম্যাসিওরের বিষয়ে অনুরোধ করে ছিলেন ওয়ার্ন। মহিলাদের দেখা যায়, ২.৫৮ নাগাদ রিসর্ট ছেড়ে বেরিয়ে যেতে। এর ঠিক দু ঘন্টারও বেশি সময় পরে ৫.১৫ নাগাদ ওয়ার্নকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়।”

“মনে করা হচ্ছে ওয়ার্ন হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। ওয়ার্নের মৃত্যুতে এমন কিছু পাওয়া যায়নি, যা ষড়যন্ত্রের তত্ত্বকে প্ৰমাণ করে। ঘরের মধ্যে ড্রাগ বা অ্যালকোহল জাতীয় কিছু পাওয়া যায়নি। হৃদরোগেই আক্রান্ত হয়েছিলেন তিনি, সেটাই ধরে নেওয়া হচ্ছে।”

ওয়ার্নকে পরে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য যে এম্বুলেন্স হাজির হয়েছিল, তার কর্মীরা জানিয়েছেন, ওয়ার্নের বিছানার পাশে বমি, আর কার্পেট, তোয়ালেতে রক্তের ছোপ পাওয়া গিয়েছিল।

অস্ট্রেলিয়ার নানান চিকিৎসক দাবি করেছেন, দুবার কভিডে আক্রান্ত হয়েছিলেন ওয়ার্ন। দ্বিতীয়বার তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। এই রোগের প্রকোপে নাকি, ওয়ার্নের হৃৎপিন্ড কমজোরী হয়ে গিয়েছিল। সেই কারনে, এই অকস্মাৎ ঘটনা ।

ছবি: সৌ টুইটার।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39