শুরু হচ্ছে সুইস ওপেন সুপার ৩০০ ব্যাডমিন্টন। ভারতের সাড়া জাগানো প্লেয়ার লক্ষ্য সেন শেষ মুহুর্তে সরে দাঁড়াতে, সকলের নজর এখন পি ভি সিন্ধু, সাইনা নেহওয়ালের সঙ্গে কে শ্রীকান্ত-এর উপর। এই তিন ভারতীয় অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে শেষ আটে পৌঁছতে পারেননি। পি ভি সিন্ধু জার্মান ওপেন আর অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে হেরে বিদায় নিয়েছিলেন।
Nothing must stop Sindhu from getting Swiss Open title.
The draw is super duper easy. It's her title…
I was surprised that she didn't back out of it. Now, when she's playing, it's better to add a title now.
Last year, she was the beaten finalist.#pvsindhu #Swissopensuper300— Parth (@ParthK_23) March 22, 2022
জার্মান ওপেন আর অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে রানার্স আপ ২০ বছরের লক্ষ্য সেন পরপর দুটি টুর্নামেন্ট খেলে ক্লান্ত। তাই নিজেকে কিছুটা বিশ্রাম দিতে জার্মান ওপেন থেকে সরিয়ে নিয়েছেন। ফেলে আসা দুটি সপ্তাহে, লক্ষ্য ব্যাডমিন্টন সার্কিটে সাড়া জাগানো পারফরমেন্স করে দেখিয়েছেন।
News Update:
All Chinese Players and Pairs withdrawn from #SwissOpen2022 #SwissOpenSuper300#BhulukhudukTV
— Bhulukhuduk TV (@bhulukhuduktv) March 22, 2022
এবারের টুর্নামেন্টে দ্বিতীয় বাছাই সিন্ধু ওপেনিং রাউন্ডে খেলতে নামছেন বিশ্বের ৩২ নম্বর ডেনমার্কের হজমার্ক কেরসফেল্ড-এর বিপক্ষে। আর সাইনা শুরু করছেন সপ্তম বাছাই চিনের ওয়াং হি ই’র সঙ্গে লড়াই দিয়ে। কিন্তু জানা যাচ্ছে চিন এবার টুর্নামেন্ট থেকে সব প্লেয়ারদের নাম প্রত্যাহার করে নিয়েছে।
#SwissOpenSuper300 starts today
MS: Srikanth, SaiPraneeth, Prannoy, Sameer, Kashyap
WS: Sindhu, Saina, Aakarshi, Malvika, Ashmita, SaiUttejita
MD: SatwikChirag, ArjunDhruv, IshaanSai, KumarSurya, NavaneethSumeeth
— Badminton Addict (@bad_critic346) March 22, 2022
বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতার সময় থেকে ভাল ফর্মে আছেন শ্রীকান্ত। তিনি একটা ম্যাচ বাই পেয়ে কোয়ালিফাইয়ারের বিপক্ষে খেলা শুরু করবেন। বি সাই প্রণীত খেলবেন নিজের দেশেরই এইচ এস প্রণয়ের সঙ্গে। পি কাশ্যপকে খেলতে দেখা যাবে যোগ্যতা অর্জন করা কোনও প্লেয়ারের বিপক্ষে।
মেয়েদের সিঙ্গলসে খেলছেন আকর্ষি কাশ্যপ। পুরুষদের ডবলসে খেলছেন রানকিরেড্ডি-চিরাগ শেট্টি। নামছেন এম আর অর্জুন-ধ্রুব কপিলা,কৃষ্ণ প্রাসাদ গারাগা-বিষ্ণুবর্ধন গৌড় পঞ্জলা।
অল ইংল্যান্ড ব্যাডমিন্টন টুর্নামেন্টে নজর কেড়েছিলেন মহিলা ডবলস জুটি তৃসা জোলি-গায়ত্রী গোপীচাঁদ। সেমিফাইনাল খেলেছিলেন। এই টুর্নামেন্টেও ভালো খেলবেন আশা করা যায়। ষষ্ঠ বাছাই অশ্বিনী পন্নাপা – এন সিক্কি রেড্ডি নামছেন ভালো কিছু করতে।
মিক্সড ডবলসে ঈশান ভাটনগর-তানিশা ক্রাস্টো, ভেঙ্কট গৌরব প্রসাদ-জুহি দেওয়ানগান ভারতের প্রতিনিধি।
ছবি: সৌ টুইটার।