skip to content
Sunday, July 7, 2024

skip to content
HomeCurrent Newsমুকুলের বিরুদ্ধে রাজ্যপালের দ্বারস্থ বিজেপি

মুকুলের বিরুদ্ধে রাজ্যপালের দ্বারস্থ বিজেপি

Follow Us :

কলকাতা : গত শুক্রবার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান (PAC) হলেন মুকুল রায় (Mukul Roy)। যার প্রতিবাদে মঙ্গলবার রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে যাচ্ছে বিজেপির পরিষদীয় দল। তার আগে বিধানসভায় পরিষদের বৈঠক হওয়ার সম্ভাবনা আছে।

আরও পড়ুন : পিএসি’র চেয়ারম্যান কে ? উত্তর মিলবে আজ

প্রথা অনুযায়ী বিধানসভার পিএসি’র চেয়ারম্যান পদ পান বিরোধীরা৷ একুশের নির্বাচনের পর রাজ্যের প্রধান বিরোধী দল হয়ে উঠেছে বিজেপি৷ কিন্তু মুকুল রায় এই পদের মনোনয়ন জমা দেওয়ায় জটিলতা তৈরি হয়৷ মুকুল রায়ের মনোনয়ন পত্রে সই করেন গোর্খা জনমুক্তি মোর্চার এক বিধায়ক এবং দ্বিতীয় প্রস্তাব হিসাবে সই করেন তৃণমূলের এক বিধায়ক। যে কারণে পাল্লা ভারী ছিল মুকুল রায়ের দিকেই। এরপর শুক্রবার পিএসি চেয়ারম্যান পদে মুকুল রায়ের নাম ঘোষণা করেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তারপর পিএসি পদের নির্বাচনের পর বিধানসভায় প্রতিবাদ জানান বিজেপি বিধায়করা। মুকুল রায়কে পিএসি পদের চেয়ারম্যান করায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, বিধানসভার প্রথা ভেঙে অধ্যক্ষ নিজের ক্ষমতাবলে মুকুল রায়কে পিএসি’র চেয়ারম্যান করেছেন। তারই প্রতিবাদে আজ বিকেল ৪টে নাগাদ রাজভবনে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি একটি পরিষদীয় দল রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করবে। এই বিষয়ে জগদীপ ধনখড় নিজেও একটি ট্যুইট বার্তা দিয়েছেন।

RELATED ARTICLES

Most Popular