লিটল মাস্টার সুনীল গাভাস্কারের টোটকা ছিল, তাঁকে ২০ মিনিট সময় কাটাতে দেওয়া হোক বিরাট কোহলির সঙ্গে। এবার ফর্মে ফেরার দাওয়াই বাৎলে দিলেন সফল অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। তিনি বলছেন, “ব্যাটিং অর্ডার না বদলে, এতদিনের সফল স্লটে বিরাটকে খেলতে দেওয়া হোক। কারোর জায়গা কেড়ে নিয়ে কখনো ওপেনার, কখনো তিন নম্বর, এসব না করে – নিজের সফল হওয়া স্লটে ওকে ব্যাট করতে বলা উচিত।”
I will be fearing an Indian team that has Virat Kohli: Ricky Ponting urges India stick with star batter #Indiancricketteam #RickyPonting #T20WorldCup #ViratKohli https://t.co/tQmUbBLn3Fhttps://t.co/N2WXvkJcxx
— DellyRanks (@dellyranksindia) July 20, 2022
বিরাটকে শেষ আইপিএলের সময় থেকে নানান ব্যাটিং অর্ডারে ব্যাট করতে দেখছেন দিল্লি দলের হেড কোচ পন্টিং। তিনি তাঁর অভিজ্ঞতার ঝাঁপি খুলে বলেছেন, “যে কোনও বড় মাপের ব্যাটার বা বোলারদের এই অফ ফর্ম পর্ব আসে। তখন দলের নেতা, কোচ, নির্বাচকদের উচিৎ সেই ক্রিকেটারের পাশে থেকে ভরসা জোগানো। তিন বছর ধরে বিরাট সেঞ্চুরি পায়নি, যে কোনো ধরনের ক্রিকেটে। বিশ্বের অন্যতম সেরা ব্যাটার সে। তাকে চাপমুক্ত রাখতে হবে।” আইসিসি’র ওয়েবসাইটে এক সাক্ষাৎকারে এসব কথা পন্টিং বলেছেন বিরাট কোহলি সম্পর্কে।
Ricky Ponting said, "if I was an opposition captain, I'll be fearing playing an Indian team that has Virat Kohli in it. Every great player has gone through such patch, it's only the matter of time for Virat". (To ICC).
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 20, 2022
পন্টিং শুনিয়েছেন তিনি বিরাটের দলের অধিনায়ক বা কোচ হলে কি করতেন। “আমি টি টোয়েন্টি বিশ্বকাপ তুমি দলের স্তম্ভ। লিমিটেড ওভার ক্রিকেটে তুমি তিন নম্বরেই ব্যাট কর। এটাতেই তুমি সেরা। নিজের উপর বিশ্বাস হারিও না। তুমি যেভাবে নিজেকে বিশ্বের সেরা ব্যাটার করে তুলেছো – সেই ভাবনা গুলো ফিরিয়ে আনো। বড় রান তুমি পাবেই।”
https://twitter.com/cricket_reels/status/1549824126625320960?t=SeOQp2MvP4S8Pg02HDXmKQ&s=19
তিনি বুঝতে পারছেন, ভারতীয় টিম ম্যানেজমেন্ট সেটাই চায়। তাই তাঁকে নানান স্লটে নিয়ে এসে রান পাওয়ার সুযোগ করে দিতে চাইছে। কিন্তু তাতে দলের একটা সমস্যা বাড়ছে, যে স্লটে বিরাটকে আনা হচ্ছে – সেই স্লটে তাঁর আগে এক সফল ব্যাটারকে সরানো হচ্ছে। সেই ব্যাটারের ছন্দ নষ্ট হয়ে যাচ্ছে। এটা দলের পক্ষে ক্ষতি।
"We want Virat Kohli to play 3-match ODI series against Zimbabwe. It's his preferred format and will help him regain his form before the Asia Cup and T20 World Cup." – A member of selection committee (To InsideSport)
— CricketMAN2 (@ImTanujSingh) July 20, 2022
তিনি মনে করেন বিরাটকে দলে রেখে বড় টুর্নামেন্ট খেলা ( টি টোয়েন্টি বিশ্বকাপের কথা বোঝাতে চেয়েছেন) মানেই প্রতিপক্ষের উপর বাড়তি চাপ ছড়িয়ে রাখা। যদি কোনও কারণে, বিরাটকে বাদ দিয়ে বড় টুর্নামেন্টে ভারত খেলে, আর সেখানে তাঁর বদলে খেলে কেউ সফল হয়, তাহলে কোহলিকে আর ফিরে পাওয়া কঠিন হয়ে যাবে। এটা যেন, ভারতীয় দলের সকলে মনে রাখে। তিনি এটাও মনে করেন, ভারতীয় দলকে ভালো কিছু করতে হলে – শুধু একজন ক্রিকেটারকে নিয়ে ভাবনায় ডুবে থাকলে চলবে না।
ODI Ranking of #ViratKohli on 20 July (from 2010 to 2022):
2010~ 20
2011~ 6
2012~ 3
2013~ 4
2014~ 2
2015~ 3
2016~ 2
2017~ 1
2018~ 1
2019~ 1
2020~ 1
2021~ 2
2022~ 4On Top 3 since 2012 (except 2013)
An incredible legacy which is now fading ?
Wake UP!!#Cricket #ICCRankings pic.twitter.com/1kJ8Uh5LbH
— NIKHIL (@ImNIKDYA) July 21, 2022
বিরাটকে মাঠে আর মাঠের বাইরে নিজেকে সামলে নিতে দিতে হবে। মাঝে মাঝে সে ৪০-৫০ করে রান করছে। শুধু একশো করাটা থমকে আছে। নিয়মিত ৪০-৫০ করতে করতে কোহলি কাহিনী আবার শুরু হয়ে যাবে, এমনটাই বিশ্বাস করেন ২০০৩ আর ২০০৭ সালের বিশ্বকাপ জয়ী অজি দলের সফল নেতাটি।
Former India captain touches down in Paris for month long vacation with wife Anushka Sharma amid poor form;#ViratKohli #AnushkaSharma https://t.co/bFVHefvGTq
— InsideSport (@InsideSportIND) July 20, 2022
আর বিরাট? এই মুহুর্তে স্ত্রী আর মেয়েকে নিয়ে প্যারিসে ছুটি কাটাচ্ছেন। মন আর তরতাজা করে নিচ্ছেন ক্রিকেট মাঠের বাইরে। এবার আবার মাঠে ফিরে তিনি কি করেন, সেদিকে তাকিয়ে সকলে।
ছবি:সৌ-টুইটার।