বছরের শেষে ব্যাডমিন্টনে সুখবর। বিশ্ব চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে পুরুষদের সিঙ্গলসে পদক জয় নিশ্চিত। বি ডব্লু এফ (BWF) বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমি ফাইনালে মুখোমুখি দুই ভারতীয়। একজন জিতবেনই। অর্থাৎ ফাইনালে এক ভারতীয় খেতাব জেতার লড়াইয়ে নামছেন, তা নিশ্চিত। আজ এই সেমিফাইনালের লড়াই।
আরও পড়ুন: পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনাল কার্যত পাকা ভারতের
স্পেনের হুয়েলভাতে বিশ্ব খেতাব জয়ের লড়াইয়ে এই প্রথমবার পুরুষদের পদক জয় নিশ্চিত। শেষ চারে (একটি সেমিফাইনালে) দুই ভারতীয় কিদাম্বি শ্রীকান্ত এবং লক্ষ্য সেন পৌঁছে গেছেন। সেমিফাইনালে এই দুই ভারতীয়র লড়াইও উপভোগ্য হবে, তা নিশ্চিত।
বিশ্ব চ্যাম্পয়নশিপে এক ভারতীয় খেলতে নামবেন তা নিশ্চিত হয়ে যায়, যখন-কোয়ার্টার ফাইনালে শ্রীকান্ত ২৬ মিনিটের মধ্যেই উড়িয়ে দেন মার্ক ক্যালযৌকে ২১-৮, ২১-৭ গেমে হারিয়ে দেন। অন্য এক কোয়ার্টার ফাইনালে ভারতের লক্ষ্য সেন ( প্রথমবার খেলতে নেমেছেন এই টুর্নামেন্টে) ৬৭ মিনিট নিলেন জয় ছিনিয়ে নিতে। চীনের ঝাও যুন পেংকে ২১-১৫, ১৫-২১, ২২-২০ গেমে হারিয়ে দেন।
ইতিহাস গড়ার দোরগোড়ায় ভারতীয় ব্যাডমিন্টন। বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে এই প্রথমবার একসঙ্গে উঠলেন দুই ভারতীয়। অভিজ্ঞ শ্রীকান্ত আর উঠতি তারকা লক্ষ্য সেন।
আজ প্রথম সেমিফাইনাল। মুখোমুখি হচ্ছেন শ্রীকান্ত আর লক্ষ্য। অর্থাৎ রূপোর পদক একটা নিশ্চিত। আরেক ভারতীয় এইচ এস প্রান্নয় কোয়ার্টার ফাইনালে সিঙ্গাপুরের কেন ইয়ে লোহের কাছে লড়াই করে হেরে যান (14-21, 12-21)। লোহ সেমিফাইনালে খেলতে নামছেন ডেনমার্কের অ্যান্ডারস অ্যাটনসেনের বিপক্ষে।
Job ✅ in QFs!! Semis up next tomorrow ➡️ #BWFWorldChampionships #Huelva2021 pic.twitter.com/VvWgk1hfVy
— Kidambi Srikanth (@srikidambi) December 17, 2021
ভারতের শ্রীকান্ত টুর্নামেন্টের ১২ তম বাছাই প্লেয়ার। নেদারল্যান্ডস মার্ক ক্যালযৌকে ২১-৮, ২১-৭ পয়েন্টে হারিয়ে তিনি শেষ চারে জায়গা করে নেন। ২৬ মিনিটেই লড়াই জিতেছেন।
সেই তুলনায় লক্ষ্য সেনের কৃতিত্ব অনেক বেশি। তিনি অবাছাই এই টুর্নামেন্টে। প্রথমবার এই প্রতিযোগিতায় খেলতে নেমেছেন। প্রকাশ পাডুকোন একাডেমির এই উঠতি তারকা নজর কেড়ে নিয়েছেন সকলের। কোয়ার্টার ফাইনালে এক ঘন্টা ৭ মিনিটের লড়াই যেতেন লক্ষ্য তিনটি গেমে ( ২১-১৫, ১৫-২১,২২-২০)। প্রতিপক্ষ ছিলেন চীনের ঝাও যুন পেং।
এমন কঠিন লড়াই জেতার পর, লক্ষ্যকে বলতে শোনা যায়:’লম্বা লড়াইয়ে আমার আত্মবিশ্বাস অটুট ছিল। ২০ পয়েন্টে একবার পড়ে গিয়েছিলাম। ভাগ্য আমার সঙ্গে ছিল। শেষমেষ জিতেছি’। তিন বছর লক্ষ্য মুখোমুখি হননি শ্রীকান্তের। তাঁর মতে, সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হবে। শ্রীকান্ত টুর্নামেন্টে দারুণ খেলে চলেছেন। প্রতিপক্ষকে সব গেমে ১০ পয়েন্টের বেশি এগুতে দেননি। দু’জনই আক্রমণাত্বক স্টাইলে খেলেন। কাজেই কে ফাইনালে পৌঁছে যায়, তাই দেখার।
Srikanth & Lakshya joined the elite list ?@srikidambi became the only 3rd ?? MS shuttler while @lakshya_sen joins as the 4th and youngest Male shuttler to add a medal to his name at the #WorldChampionships ?⚡#BWFWorldChampionships2021#IndiaontheRise#Badminton pic.twitter.com/jVVaLspTUZ
— BAI Media (@BAI_Media) December 17, 2021
ইতিমধ্যেই এই দু’জন প্রকাশ পাডুকোন ( ব্রোঞ্জ, ১৯৮৩) আর বি সাই প্রণীত ( ব্রোঞ্জ, ২০১৯) এর পাশে এরই মধ্যে বসে পড়েছেন। শ্রীকান্ত বলেছেন, ‘ এই ম্যাচে বিপক্ষকে বড়ো লিডে এগিয়ে থাকতে দেওয়া যাবে না। ছোট খাটো ভুল করাই যাবে না। মন বসিয়ে লড়তে হবে’। এমন সাফল্যের মুখে কখনও পৌঁছতে পারেনি ভারতীয় ব্যাডমিন্টন।
এই টুর্নামেন্টে ভারতের একটাই হতাশার দিক, মেয়েদের সিঙ্গলসে পি ভি সিন্ধু কোয়ার্টার ফাইনালে হেরে গেছেন তাই তজুর কাছে।
ছবি:সৌ-টুইটার।