ইতিহাস গড়ার মঞ্চ তৈরিই ছিল। বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম কোনও ভারতীয় পুরুষ প্লেয়ারের খেলাটা নিশ্চিত ছিল। কারণ, সেমিফাইনালে সামনা সামনি পড়েছিলেন দুই ভারতীয়। একজন প্রাক্তন বিশ্ব নম্বর ওয়ান কাদম্বি শ্রীকান্ত । অন্যজন প্রাক্তন জুনিয়র বিশ্ব নম্বর ওয়ান – লক্ষ্য সেন। ফাইনালে পৌঁছে গেলেন শ্রীকান্ত। নজির গড়া হল। আরও বড় ইতিহাসের দোরগোড়ায় ভারতীয় ব্যাডমিন্টন। বিশ্ব চ্যাম্পিয়ন পাওয়ার অপেক্ষা।
শ্রীকান্ত বনাম লক্ষ্য :
২৮ বছরের শ্রীকান্ত বনাম ২০ বছরের লক্ষ্য।
সেমিফাইনালের স্কোরলাইন: শ্রীকান্ত হারালেন নিজের দেশের লক্ষ্যকে ১৭-২১, ২১-১৪ এবং ২১-১৭ গেমে। দারুণ লড়াই উপভোগ করলেন সকলে। শুরুতে তরুণ , চনমনে লক্ষ্য দাপট দেখাতে শুরু করেন। প্রথম সেটে সেই দাপট ধরে লড়াইয়ে এগিয়েও গেলেন ।
শ্রীকান্ত এরপর যেন ফেলে আসা ৩ টে বছরের যাবতীয় যন্ত্রণা ঝেড়ে ফেলতে চোয়াল শক্ত করেন। সেই ৩ বছর, নানান টুর্নামেন্টে শুরুতেই ছিটকে গেছেন। শেষ অলিম্পিক্সে তো যোগ্যতা অর্জন করতেই পারেননি। ১ ঘণ্টা ৯ মিনিটের লড়াইয়ে শেষ হাসি হাসলেন অভিজ্ঞ শ্রীকান্ত।
Kya World Championship match hai!! ??
This two are toe to toe, kaante ki takkarYoung gun Lakshya Sen
vs
Former World No. 1 Srikanth Kidambi#Huelva2021
Click here to watch https://t.co/a0kO7DpQVX pic.twitter.com/R91wIhnzWN— APJ (@apj234) December 18, 2021
ফাইনালে এবার এমন এক প্লেয়ারকে শ্রীকান্তের সামনে নামতে দেখা যাবে, তিনি সিঙ্গাপুরের হয়ে প্রথমবার এমন পর্যায়ে পৌঁছে গেছেন। অঘটন ঘটিয়ে লো কেন য়ে স্ট্রেট গেমে হারিয়ে দেন তৃতীয় বাছাই অ্যান্ডারস আন্তনসেনকে। সিঙ্গাপুরের কেউ এই প্রথম পদক জিততে চলেছেন ।
লক্ষ্যের সাফল্য:
মাত্র ২০ বছর বয়সে, লক্ষ্য সেন ছুঁয়ে ফেললেন কিংবদন্তী প্রকাশ পাডুকোনের কৃতিত্ব। ১৯৮৩ সালে এই টুর্নামেন্ট প্রকাশ পেয়েছিলেন ব্রোঞ্জ পদক। আর লক্ষ্য প্রথমবার টুর্নামেন্টে খেলতে নেমেই পেলেন ব্রোঞ্জ। প্রকাশের পর বি সাই প্রণীত অবশ্য ২০১৯ সালেই বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে ছিলেন।
এসবই পুরুষদের সাফল্য। মেয়েদের বিভাগে পি ভি সিন্ধু দুটি ব্রোঞ্জ, দুটি রুপোর সঙ্গে ২০১৯ সালে সোনার পদক জিতেছিলেন। আর মহিলাদের ডবলসে জ্বালা গুটটা এবং অশ্বিনী পন্নাপা ব্রোঞ্জ পদক জিতেছিলেন ২০১১ সালে। এই তালিকায় আছেন , একটি রূপো আর ব্রোঞ্জ জিতে ছিলেন।
শ্রীকান্তের কামব্যাক:
চোট আর অফ ফর্ম- বিশ্ব নম্বর ১৪ শ্রীকান্ত ভারতীয় ব্যাডমিন্টনের আজকের আইকন। টোকিয়ো অলিপিক্সে নামার সুযোগ হারান। ভাবা যায়, এই প্লেয়ারটি ২০১৭ সালে চারটি সুপার সিরিজ খেতাব জিতে ছিলেন!
দুই ভারতীয়র ডিফেন্স ছিল মজবুত। মাঝে মাঝে আক্রমণাত্বক স্টাইলে পয়েন্ট ছিনিয়ে নেওয়া, আসর জমিয়ে দিয়েছিল। কিন্তু শ্রীকান্তের অভিজ্ঞতা, তাঁকে ফাইনালে তুলে দেয়। আর প্রবল সম্ভাবনাময় হয়ে বিশ্ব মঞ্চে হাজির হয়ে গেল ভারতের লক্ষ্য সেন। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে ব্রোঞ্জ পদক , এক স্মরণীয় সাফল্য।
ছবি:সৌ- টুইটার।