Sunday, August 3, 2025
Homeজেলার খবরSchool Reopen: বনগাঁয় স্কুল খোলার দাবিতে পথে পড়ুয়ারা, হাওড়ায় বেতন বৃদ্ধির প্রতিবাদে...

School Reopen: বনগাঁয় স্কুল খোলার দাবিতে পথে পড়ুয়ারা, হাওড়ায় বেতন বৃদ্ধির প্রতিবাদে সংঘর্ষ

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: স্কুল-কলেজ খুলে স্বাভাবিক পঠনপাঠন শুরুর দাবি ক্রমেই জোরাল হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে জনমত তৈরি হলেও এবার পথে নেমে আন্দোলন শুরু হল। আর অনলাইনে নয়, এবার অফলাইনে করাতে হবে ক্লাস। খুলতে হবে স্কুল। শ্রেণিকক্ষে বসেই ক্লাস চালাতে হবে। সেই দাবিতে সোমবার বনগাঁয় পথে নামে ছাত্রছাত্রী ও অভিভাবকেরা।
এদিন বেলা ১২টা নাগাদ বনগাঁ এক নম্বর রেলগেট থেকে শতাধিক অভিভাবক ও ছাত্রছাত্রী পোস্টার-ব্যানার হাতে নিয়ে যশোর রোড ধরে হাঁটতে থাকেন। মিছিল করে গিয়ে ডিআই অফিসে স্মারকলিপি দেন তাঁরা।
অভিভাবকরা জানিয়েছেন, এখন মেলা, খেলা সবকিছুই চলছে। ছাত্রছাত্রীরা মেলা, বিয়েবাড়িসহ বহু জায়গায় যেতে পারছে। তাহলে স্কুলে কেন যেতে পারবে না, প্রশ্ন তোলেন তাঁরা।

আরও পড়ুন: Murshidabad: মুর্শিদাবাদে প্রসূতি-পরিষেবার ১০টি অ্যাম্বুল্যান্স ভাঙচুর, বিপাকে রোগীরা

একদিকে যখন বন্ধ বিদ্যালয়, তার মধ্যেও বেতন বৃদ্ধির প্রতিবাদে সিপিএম-তৃণমূল সংঘর্ষ বাধল ডোমজুড়ে। ব্যাগড়ি হাইস্কুলের বেতন বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদে সিপিএম ও অভিভাবকরা একসঙ্গে বিক্ষোভ দেখাতে থাকেন স্কুলে। সেই সময় সিপিএম কর্মী ও অভিভাবকের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে| খবর পেয়ে পৌঁছয় ডোমজুড় থানার পুলিস| স্কুলের বেতন ২৫০ টাকা ছিল, কিন্তু বেশি টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ। তারই প্রতিবাদ করেন সিপিএম কর্মী ও অভিভাবকরা। আজ বেতন কমানোর কথা বলেছিল স্কুল কর্তৃপক্ষ। তাই সকলে জড়ো হয়েছিলেন স্কুলের সামনে।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39