হাবড়া: রেললাইনের যুবক-যুবতীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। সোমবার সকালে উত্তর ২৪ পরগনা জেলার শিয়ালদহ বনগাঁ শাখার হাবড়া (Habra) ও অশোকনগর স্টেশনের মাঝে বটতলা মোড় এলাকায় রেল লাইনের (Rail Line) উপর যুগলের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় রেল পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাবড়া থানার পুলিশ এবং বনগাঁ জিআরপি।
রেল পুলিশ এসে দেহ ২টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রাথমিক তদন্তে রেল পুলিশের অনুমান, এটি আত্মহত্যা। মৃত দুজনের আনুমানিক বয়স ২০-২৫ এর মধ্যে। এখনও অবধি মৃতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের খুন করে রেললাইনের ধারে ফেলে যাওয়া হয়েছে না তারা আত্মহত্যা করেছে তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশের। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে রেল পুলিশ ও স্থানীয় থানা।