পূর্ব বর্ধমান : গত বুধবার হিংলো ব্যারাজ থেকে দু লক্ষ কিউসেক জল ছাড়ায় প্লাবিত হল অজয় নদ সংলগ্ন পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ও কেতুগ্রাম। এই দুই অঞ্চলের প্রায় ৫০ থেকে ৬০ টি গ্রাম জলে প্লাবিত হয়েছে। বিল্লেস্বরের দুই জায়গায় ভোর ৩টে ২০ মিনিট নাগাদ বাঁধ ভেঙে যায়। প্রশাসনের তরফ থেকে সরানো হয়েছে বহু মানুষকে।
বৃহস্পতিবার বিকেলে মঙ্গলকোটের নতুনহাট গুসকরা রাস্তা পুরোপুরি জলের তলায় চলে যাওয়ায় পূর্ব বর্ধমানের সঙ্গে পশ্চিম বর্ধমানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্লাবিত হয়েছে মঙ্গলকোটের প্রায় ২৫ থেকে ৩০ টি গ্রাম। বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং প্রশাসনের সহযোগিতায় সরানো হয়েছে বহু মানুষকে। খোলা হয়েছে ত্রান শিবির। সেখানেও আশ্রয় নিয়েছে বহু পরিবার। শুক্রবার ভোররাতে কেতুগ্রামের বিল্লেস্বর গ্রামের গোপাল মন্দির ও চরখীর কাছে বাঁধ ভাঙায় বিপত্তি। যার জেরে প্লাবিত হয়েছে বিলেশ্বর সহ আরও ১৫ থেকে ২০টি গ্রাম। পঞ্চায়েত ও বিডিওর সহযোগিতায় সেই সব গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে বহু মানুষকে। অনেক গ্রামবাসী তাঁদের গবাদি পশুর সঙ্গে আশ্রয় নিয়েছে পাকা রাস্তার উপর। জল ক্রমশ বৃদ্ধি পাওয়ায় আতঙ্কিত এলাকার মানুষ।
আরও পড়ুন : বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত, ২০ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত: মমতা

অতিরিক্ত বৃষ্টিপাতের জের, ঝাড়খণ্ডের সিকাটিয়া জলাধার থেকে ১ লক্ষ ২৫ হাজার কিউসেক জল ছাড়ার ফলে বাঁধ ভেঙেছে নানুর ব্লকের থুপসরা গ্রাম পঞ্চায়েতের সুন্দরপুর গ্রামের কাছে। যার ফলে অজয় নদের জল বেড়ে গিয়ে সেখানকার প্রায় ৩৫ থেকে ৪০ টি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। কয়েক হাজার হেক্টর ধানজমি জলের তলায় চলে গেছে। প্রচুর ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর ফের বৃষ্টি হলে পরিহিতি আরও খারাপের দিকে যাবে বলে আশঙ্কা করছেন গ্রামবাসীরা।