হাওড়া: বাড়ি নির্মাণের সময় ম্যানহোলের বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে প্রাণ হারালেন তিন শ্রমিক। আহত ১। ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার আমতার ধরমপোতা গ্রামে। পুলিশ সূত্রে খবর, মৃত ওই তিন শ্রমিকের বাড়ি বীরভূমের নলহাটিতে। মৃতদের নাম সাবির সেখ, তুফান সেখ ও জেক্কার সেখ তিন জনেরই বয়স ৩৫-এর কাছাকাছি।
ওই গ্রামের সানোয়াজ আলি বাড়িতে নির্মাণের কাজ চলছিল। সেই কাজ চলাকালীন মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ ম্যানহোলে নামেন একজন শ্রমিক। কিন্তু দীর্ঘক্ষণ সময় পেরিয়ে গেলেও সেই শ্রমিক উপরে উঠে আসেনননি। তাঁকে খুঁজতে ম্যানহোলে নামেন আরও এক শ্রমিক। দ্বিতীয় জনও উপরে উঠে না আসায় চিন্তা বাড়ে। তারপর দুই শ্রমিককে খুঁজতে ম্যানহোলে নামেন আরও এক শ্রমিক। কিন্তু প্রায় দুঘন্টার ওপর কেটে গেলেও যখন ওই শ্রমিকদের কোনও সন্ধান পাওয়া যায়নি। স্বাভাবিক ভাবেই চিন্তায় পড়েন বাড়ির মালিক। খবর দেওয়া হয় দমকলে।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় আমতা থানার অধীনে জয়পুর থানার পুলিশ। দমকল এসে ম্যানহোল থেকে ওই তিন শ্রমিককে মৃত অবস্থায় উদ্ধার করে। পাশাপাশি গুরুতর অসুস্থ এক শ্রমিককে ভর্তি করা হয় অমরাগড়ি বিবিধর গ্রামীণ হাসপাতালে।