বাঁকুড়া: বিধায়কের সিল ব্যবহার করে স্কুলের ম্যানেজিং কমিটির পদাধিকারীদের নাম সুপারিশের অভিযোগ। কাঠগড়ায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কোতুলপুরের প্রাক্তন বিধায়ক শ্যামল সাঁতরা। দলের একাংশের অভিযোগ, বর্তমানে বিধায়ক না হয়েও বিধায়কের সিল ব্যবহার করে দলের দুই ব্লক সভাপতি এবং দলের নেতাদের না জানিয়ে নিজের মতো করে ম্যানেজিং কমিটির সভাপতিদের নামের তালিকা তৈরি করে তা পাঠিয়েছেন শিক্ষা দফতরে।
বুধবার সেই তালিকা অনুযায়ী শিক্ষা দফতর স্কুলে স্কুলে সভাপতিদের নাম পাঠিয়ে দিয়ে ১৫ দিনের মধ্যে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। এই ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফুঁসছেন কোতুলপুর বিধানসভার জয়পুর ও কোতুলপুর ব্লক তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের ব্লক নেতৃত্বের দাবি, এই বিষয়ে তাঁরা কিছুই জানেন না। বিধায়ক না হয়েও বিধায়কের সিল ব্যবহার করে এই তালিকা জমা করলেন কীভাবে, সেই প্রশ্নও তুলেছেন তৃণমূলের ব্লক নেতৃত্ব।
এই বিষয়ে দলের উচ্চ নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েছেন কোতুলপুর ও জয়পুর ব্লক তৃণমূল নেতৃত্ব। প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরার দাবি, ওটা ক্ল্যারিক্যাল মিসটেক। কোতুলপুর বিধানসভার স্কুলে স্কুলে ম্যানেজিং কমিটি নামের সুপারিশ তিনি করেছেন, একথা স্বীকার করলেও দলের নেতারা যে অভিযোগ করেছেন তা নিয়ে মুখ খোলেননি শ্যামল।