Thursday, August 14, 2025
Homeজেলার খবরতৃণমূলে অনুব্রতর ভাই সুমিত মণ্ডল, বিজেপিতে বাড়ছে অস্বস্তি

তৃণমূলে অনুব্রতর ভাই সুমিত মণ্ডল, বিজেপিতে বাড়ছে অস্বস্তি

Follow Us :

বোলপুর : লড়াইটা ছিল সরাসরি দাদা অনুব্রত মণ্ডলের সঙ্গে। গত বিধানসভা নির্বাচনে অভূতপূর্ব ভূমিকা পালন করেছিলেন অনুব্রত মণ্ডলের ভাই তথা বীরভূম জেলা বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক সুমিত মণ্ডল। এবার সামগ্রিক ভুল বোঝাবুঝি দূরে সরিয়ে সরাসরি তৃণমূলে যোগ দিলেন অনুব্রত ভাই তথা বিজেপি নেতা সুমিত মণ্ডল। তাঁর দল বদল হওয়ায় খুব স্বাভাবিক ভাবেই আরও অস্বস্তি বাড়ল বীরভূম জেলার বিজেপি নেতৃত্বের।

আরও পড়ুন : বিশ্বভারতীর তিন পড়ুয়ার তিন বছরের স্টুডেন্টশিপ বাতিল

বোলপুর বিধানসভা তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিংহ, বীরভূম জেলার অন্যতম তৃণমূলের নেতা সুদিপ্ত ঘোষ, এবং বোলপুর শহর ব্লকের তৃণমূল সভাপতি নরেশ চন্দ্র বাউড়ির উপস্থিতিতে বিজেপি নেতা অমিত মণ্ডল তৃণমূলে যোগ দিলেন। শনিবার বীরভুমের বোলপুরে তৃণমূলের প্রধান দলীয় কার্যালয়ে বিধায়ক চন্দ্রনাথ সিংহ সুমিত মণ্ডলের হাতে দলীয় পতাকা তুলে দেন।

আরও পড়ুন : কেষ্টর ভাই সুমিত বিজেপি ছেড়ে তৃণমূলে

সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে আশা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের ভাই সুমিত মণ্ডল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “একটি পরিবারে ৪ থেকে ৫টি ভাই থাকলে মনোমালিন্য হয়। এটা হওয়াটাই স্বাভাবিক। ভুল বোঝাবুঝির কারণে বিজেপি দল করেছিলাম। সঠিক বিষয়টি বুঝতে পেরে আবার শাসকদল তৃণমূলে যোগদান করলাম। খুব ভাল লাগছে। ভাই, তোর সঙ্গে তৃণমূলের একজন সৈনিক হিসেবে নিজের শেষটুকু দিয়ে লড়াই করে যাব।”

আরও পড়ুন : অনুব্রত গড়ে বিজেপিতে ভাঙন

অন্যদিকে দলীয় পতাকা হাতে তুলে দিয়ে যোগদান করানোর পর বোলপুরে তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, “ভুল বোঝাবুঝির কারণে কেষ্ট মণ্ডলের ভাই সুমিত মণ্ডল ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন। সেই পথটা যে সঠিক নয় তা বুঝতে পেরে ঘরের ছেলে আবারও ঘরে ফিরল।” বীরভূম জেলায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এমনিতেই চরম অস্বস্তিতে রয়েছে জেলা বীরভূম বিজেপি নেতৃত্ব। অন্যদিকে একের পর এক দলবদলের ঘটনায় অস্বস্তি বেড়েছে গোটা জেলা জুড়ে।

RELATED ARTICLES

Most Popular