বালুরঘাট: অনলাইনে প্রতারণার ফাঁদে পা দিয়ে মোটা টাকা খোয়ালেন বালুরঘাটের (Balurghat Fraud) এক ব্যবসায়ী। তাঁর অভিযোগ, কয়েকদিন আগে অনলাইনে সেনা বাহিনীর এক কর্মী কিছু পুরনো আসবাবপত্র বিক্রির বিজ্ঞাপন দিয়েছিলেন। সেই আসবাবপত্র কেনার জন্যই ওই সেনা কর্মীর অ্যাকাউন্টে তিনি ৫৫ হাজার টাকা পাঠিয়ে দেন। তারপর আর যোগাযোগ করা যায়নি তাঁর সঙ্গে। বৃহস্পতিবার বালুরঘাট সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী।
বালুরঘাটে এক রেস্তরাঁ চালান দেবজ্যোতি দাস নামে ওই ব্যক্তি। অনলাইনে আসবাবপত্র কেনার শখ রয়েছে তাঁর। কয়েকদিন আগে তিনি দেখেন, পুরনো আসবাবপত্র বিক্রির বিজ্ঞাপন দিয়েছেন এক সেনা কর্মী। সেখানে এসি, রেফ্রিজারেটর, ফ্যান সহ বাড়ি সাজানোর বেশ কিছু আসবাবপত্র ছিল। বিজ্ঞাপনে এও লেখা ছিল, ওই সেনা কর্মী খুব শীঘ্রই কাশ্মীরে বদলি হবেন। সে কারণেই সামগ্রীগুলি বিক্রি করতে চান তিনি। বিজ্ঞাপন দেখেই সেনা কর্মীর অ্যাকাউন্টে ৫৫ হাজার টাকা পাঠিয়ে দেন দেবজ্যোতি। তারপর যোগাযোগ করতে চাইলে ফোন বন্ধ আসে। বুঝতে পারেন, প্রতারণায় পা দিয়ে টাকা খুইয়েছেন তিনি।
আরও পড়ুন: Abhishek Banerjee : বাবুলের রোড শো থেকে শুভেন্দুকে নিশানা অভিষেকের
শেষমেশ বৃহস্পতিবার বালুরঘাট সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। এর আগেও জেলায় অনেক মানুষ সেনা কর্মীর পরিচয় দেওয়া লোকজনের মাধ্যমে প্রতারিত হয়েছেন। এত সবের পরেও মানুষের কেন হুঁশ ফিরছে না, প্রশ্ন তুলছেন পুলিস অফিসাররা।