বারাসত: অমিত শাহর বঙ্গ সফর শেষ হতে না হতেই ভাঙন গেরুয়া শিবিরে। বড়সড় বিদ্রোহ বিজেপির বারাসত জেলা কমিটিতে। জেলা সভাপতির বিরুদ্ধে তোপ দেগে একযোগে ইস্তফা দলেন ৫ জন নেতা। এর আগে গত রবিবার জেলা কমিটি থেকে একসঙ্গে ১৫ জন পদত্যাগ করেন। ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিপুল জয় পেয়েছে তৃণমূল। তার পর থেকেই রাজ্যজুড়ে বিজেপি বিধায়ক, জেলা সভাপতি, ব্লক সভাপতি থেকে সাধারণ কর্মীরা তৃণমূলে যোগ দিচ্ছেন। সেই বিদ্রোহের আঁচ এবার উত্তর ২৪ পরগনা জেলার বারাসতে।
বিজেপির বারাসাত জেলা কমিটির এই নিয়ে ৬৯ জন সদস্যের মধ্যে ২০ জন ইস্তফা দিলেন। ইতিমধ্যেই তাঁদের পদত্যাগের চিঠি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে পৌঁছে গিয়েছে। সেই চিঠিতে জেলার বর্তমান সভাপতি তাপস মিত্রর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন পদত্যাগীরা। তাঁদের অভিযোগ, ‘কামিনী কাঞ্চন’-এর বিনিময়ে তাপসবাবু বিভিন্ন জায়গায় নিজের পছন্দের লোকদের পদ বিলি করছে। জেলার পুরনো সদস্যদের গুরুত্ব দেওয়া হচ্ছে না। তৃণমূলের সঙ্গে দলের জেলা সভাপতির গোপন আঁতাতের অভিযোগও তুলেছেন পদত্যাগী বিজেপি নেতারা।
বিদ্রোহী বিজেপি নেতাদের বক্তব্য, জেলা সভাপতি তাপস মিত্র দীর্ঘদিনের বরিষ্ঠ কার্যকর্তাদের সম্মান দিচ্ছেন না। অযোগ্য লোকেদের মুড়ি-মুড়কির মতো পদ বিলি করছেন। ‘কামিনী কাঞ্চন’ ও অর্থের বিনিময়ে অযোগ্য ব্যক্তিদের পুরভোটের টিকিট বিলি করেছেন তিনি। শাসকদলের নেতাদের অঙ্গুলিহেলনে জেলার সংগঠনকে ধুলোয় মিশিয়ে দিচ্ছেন। আজ, রবিবার অশোকনগরের বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠকও করেন বিদ্রোহী ৫ নেতা। যদিও দলের জেলা তাপস মিত্র সভাপতি বিদ্রোহী বিজেপি নেতাদের তোলা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন।
আরও পড়ুন:Rahul Gandhi: ‘কংগ্রেসই একমাত্র গরিব-মধ্যবিত্তদের কথা ভাবে’, গ্যাসের দামবৃদ্ধিতে টুইট রাহুলের