skip to content
Thursday, July 4, 2024

skip to content
HomeCurrent NewsBarasat: লাগামহীন করোনা সংক্রমণ, বারাসতে ৩ দিন দোকান-বাজার বন্ধ

Barasat: লাগামহীন করোনা সংক্রমণ, বারাসতে ৩ দিন দোকান-বাজার বন্ধ

Follow Us :

বারাসত: লাগাতার করোনা (C0rona) সংক্রমণ বৃদ্ধির জেরে তিন দোকান-বাজার-শপিং মল বন্ধ উত্তর ২৪ পরগণার বারাসতে (Barasat) ৷ আগামী ১১ জানুয়ারি, ১৩ জানুয়ারি ও ১৫ জানুয়ারি বারাসত পৌর এলাকার (Barasat Municipality) সমস্ত দোকান-বাজার ও শপিং মল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে পুরকরতৃপক্ষ। রবিবার বারাসাত পৌরসভার মুখ্য প্রশাসক সুনীল মুখোপাধ্যায় নির্দেশিকা জারি করে এমনটাই জানিয়েছেন৷

এক দিন বাদে একদিন এলাকার দোকান-বাজার-শপিং মল বন্ধের সিদ্ধান্তের কারণ লাগামহীন করোনা সংক্রমণ৷ পুরকর্তৃপক্ষের বক্তব্য, বাজার-ঘাট বন্ধ রাখলে মানুষ ধর থেকে বের হবেন না৷ জরুরি পরিষেবা ছাড়া কেউ অযথা রাস্তায় বের হলে আইন আনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷

বারাসত উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা৷ কারণ, এখানেই জেলার গুরুত্বপূর্ণ প্রশাসনিক অফিস রয়েছে৷ এ কারণে তিন বন্ধ একালায় কার্যত লকডাউন রাখাটাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত৷ বিশেষজ্ঞদের মতে, প্রশাসন ও মানুষকে বাঁচাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে পুরকর্তৃপক্ষ৷

 আরও পড়ুন-এবার দুয়ারে খাবার, সোম থেকে করোনা আক্রান্তদের বাড়িতে সুষম খাদ্য পাঠাবে নবান্ন

বারাসত উত্তর ২৪ পরগনার জেলাসদর৷ বারাসাতের একাধিক সরকারি এবং বেসরকারি দফতরের বহু মানুষ করোনা সংক্রমিত হয়েছেন৷ অফিস-আদালত প্রায় ফাঁকা। সংক্রমণ যাতে আরও মারাত্মক আকার ধারণ না করে তার জন্যই মহকুমা প্রশাসক এবং পুলিস ঐক্যবদ্ধ হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান মুখ্য পৌর প্রশাসক সুনীল মুখোপাধ্যায়।

RELATED ARTICLES

Most Popular