কলকাতা টিভি ওয়েব ডেস্ক: বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনকে তীব্র কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতির সুকান্ত মজুমদারের। সম্মেলনের উদ্বোধনের দিনই সিঙ্গুরে টাটাদের পরিত্যক্ত জমির সামনে দাঁড়িয়ে সুকান্ত বলেন, সিঙ্গুরের এই হাল দেখার পর রাজ্যবাসী বিবেচনা করে দেখুন, এই রাজ্যে শিল্পের কী অবস্থা।
বুধবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী মঞ্চ থেকেই এশিয়ার বৃহত্তম ধনীদের মধ্যে একজন, আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি এই রাজ্যে দশ হাজার কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করেন। তিনি গুজরাতেরই লোক। বিজেপি রাজ্য সভাপতি বলেন, গুজরাতে গিয়ে দেখে আসুন, শিল্প কী করে করতে হয়। তৃণমূল সরকারকে আগে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে হবে। যে রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই, সেখানে শিল্প হবে কী করে? কোন ভরসায় শিল্পপতিরা এ রাজ্যে বিনিয়োগ করবেন। গোটা রাজ্য জুড়ে তোলাবাজদের দৌরাত্ম্য চলছে।
আরও পড়ুন: Nadia Sucide: শান্তিপুরে ফেসবুক লাইভ করে আত্মঘাতী যুবক
সিঙ্গুরের বর্ধমানে গিয়েও বাণিজ্য সম্মেলন নিয়ে রাজ্য সরকারকে বিঁধতে ছাড়েননি বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, আমরা রাজ্য সরকারকে উদ্যোগকে স্বাগত জানিয়েছি। কিন্তু সরকারের সততার অভাব রয়েছে। রাজ্য সরকার দাবি করেছিল, ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ১২ লক্ষ ৩২ হাজার কোটি টাকার বিনিয়োগ হয়েছে। এই দাবি স্বপ্ন না বাস্তব?
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও রাজ্য সরকারের বাণিজ্য সম্মেলনকে তীব্র কটাক্ষ করে বলেন, লগ্নি এই রাজ্যে বাস্তবে হয় না৷ শিল্প হয় কাগজে-কলমে। এদিন শান্তিনিকেতনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এখানে দিদি কাগজে-কলমে বিশ্বাস করেন৷ কিন্তু তার সঙ্গে বাস্তবের কোনও সম্পর্ক নেই। বাস্তবে কত বিনিয়োগ হল, সেটাই দেখতে হবে।
আরও পড়ুন: Deucha Pachami Coal Block: দেউচা পাঁচামির ক্রাশার মালিকরা প্রকল্পের পক্ষে, জেলাশাসকের সঙ্গে বৈঠক