Sunday, August 3, 2025
Homeজেলার খবরSiliguri Municipal Election: শিলিগুড়ির ভোটে শোচনীয় পরাজয় বিজেপি প্রার্থী শঙ্করের

Siliguri Municipal Election: শিলিগুড়ির ভোটে শোচনীয় পরাজয় বিজেপি প্রার্থী শঙ্করের

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: শিলিগুড়ি পুরসভায় (Siliguri Municipality) বিপর্যস্ত বিজেপি (BJP)। গত ছয় বছর ধরে কাউন্সিলর হিসেবে অক্লান্ত পরিশ্রমের পরেও পুরভোটে জিততে পারলেন না শিলিগুড়ির বিজেপির মুখ শঙ্কর ঘোষ (Shankar Ghosh)। ৪৮৩ ভোটে শঙ্কর হেরে গিয়েছেন তৃণমূল প্রার্থীর কাছে।

ভোটের ফল প্রকাশের পর শঙ্কর বলেন, জনতার এই রায় মাথা পেতে নিচ্ছি। শিলিগুড়িতে দলের পরাজয় নিয়ে পরে পর্যালোচনা হবে। রায় মাথা পেতে নেওয়ার কথা বললেও এই ফলকে অপ্রত্যাশিতই মনে করছেন পোড় খাওয়া এই প্রাক্তন সিপিএম নেতা।

গত বিধানসভা ভোটের আগে শঙ্কর সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেন। তিনি সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীরও সদস্য ছিলেন। শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যেরও খুব কাছের লোক বলে পরিচিত ছিলেন শঙ্কর। শিলিগুড়ি পুরনিগমে বাম কাউন্সিলার হিসেবেও তাঁর যথেষ্ট দাপট ছিল। শঙ্করের দল বদলে গত বছর বিধানসভা ভোটের মুখে জোর ধাক্কা খায়।

বিধানসভা ভোটে প্রাক্তন রাজনৈতিক শিষ্য শঙ্করের কাছে পরাজিত হন প্রবীণ সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। এবার শিলিগুড়ি পুরনিগমের ভোটে বিজেপি ভালো টক্কর দেবে বলে রাজনৈতিক মহল মনে করছিল। ভোটের দু’দিন আগেও অশোক দাবি করেন, শিলিগুড়ির পুরবোর্ড গড়বে বামেরাই। এমনকী একধাপ এগিয়ে তিনি কংগ্রেসের সঙ্গে মিলিঝুলি বোর্ড করবেন বলেও ঘোষণা করেন। কিন্তু ফলাফলে দেখা গেল, সবকিছুই ভেস্তে গেল। শিলিগুড়ি পুরনিগম দখল করল তৃণমূল। বিপর্যস্ত হল সিপিএম, বিজেপিও।

আরও পড়ুন- Sukanta Majumdar: ভোট ভাগ করতে বামেদের তুলে ধরছে তৃণমূল, প্রতিক্রিয়া সুকান্ত মজুমদারের

বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের পরাজয়ের ব্যবধান ৪৮৩। বোঝাই যাচ্ছে, ভোটে টক্কর ভালোই হয়েছে। ভোটের হিসেবে তিনি রয়েছেন তৃতীয় স্থানে। মাত্র এক বছর আগে বিধানসভা ভোটে যিনি এক সময়ের রাজনৈতিক গুরুকে হারিয়েছেন, বছর ঘুরতে না ঘুরতেই সেই শঙ্কর ঘোষের পুরভোটে পরাজিত হয়ে তৃতীয় স্থানে নেমে যাওয়াটা মেনে নিতে পারছেন না তাঁর অনুগামীরা। শঙ্কর শুধু বলেন, সামগ্রিক পরিস্থিতি নিয়ে দলীয় বৈঠকে পর্যালোচনা হবে।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39