কলকাতা টিভি ওয়েব ডেস্ক: আগামী ১২ জুলাই জিটিএ-র চেয়ারম্যান হিসেবে শপথ নিচ্ছেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রধান অনিত থাপা। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনিত বুধবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকার জন্য আমন্ত্রণ জানান। তিনি বলেন, পাহাড় বাংলার সঙ্গেই আছে। উত্তরবঙ্গকে আলাদা করার যে দাবি বিজেপি করছে, তা আমাদের কুড়ি বছর পিছিয়ে দিয়েছে।
পরে অনিত সাংবাদিকদের বলেন, শপথের আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলাম। তাঁর সঙ্গে জিটিএ নিয়ে আলোচনা হয়েছে। তাঁর মতে, এতদিন পাহাড়ে আবেগের রাজনীতি হত। প্র্যাক্টিক্যাল রাজনীতি হত না। জিটিএতে পুরো ব্যবস্থাই ভেঙে পড়েছে। তিনি বলেন, সেটা ঠিক করতে হবে। রাজ্য সরকারের সঙ্গে মিলেই কাজ করব। পাহাড়ের মানুষও সেটা বুঝেছেন বলেই ভোটে আমাদের সমর্থন করেছেন।
অনিত জানান, জিটিএতে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, স্কুল সার্ভিস কমিশন কিছুই নেই। সেগুলি করতে হবে। পাহাড়ে পর্যটন বেড়েছে। এটা ভালো দিক। কর্মীর সংখ্যা খুব কম। তা বাড়াতে হবে। এদিন নবান্নে ছিলেন ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি শাসকদলের তরফে পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত। মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী জিটিএর সব সদস্যকে অভিনন্দন জানিয়েছেন। আমরা বাইরে থেকে জিটিএকে সমর্থন করব। পাহাড়কে আবার স্বমহিমায় ফিরিয়ে আনা হবে।
আরও পড়ুন- PAC Chairman: পিএসির প্রথম বৈঠকেই গরহাজির চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণী
জিটিএ ভোটে জেতার পরেই অনিত জানিয়েছিলেন, জিটিএ বোর্ডের প্রথম বৈঠকেই পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে প্রস্তাব আনা হবে। এদিন কিন্তু তিনি পুরো উল্টো কথা বলেন। তাঁর কথায় স্বস্তি পেয়েছে নবান্ন। তিনি পৃথক গোর্খাল্যান্ডের প্রস্তাব আনার কথা বলায় চিন্তার ভাঁজ পড়েছিল নবান্নের শীর্ষকর্তাদের কপালে।