Tuesday, August 5, 2025
Homeজেলার খবরজলবন্দি গ্রামের শিশুকে কোলে নিয়ে নিরাপদ স্থানে পৌঁছে দিলেন মহকুমা শাসক

জলবন্দি গ্রামের শিশুকে কোলে নিয়ে নিরাপদ স্থানে পৌঁছে দিলেন মহকুমা শাসক

Follow Us :

বাঁকুড়া: আকাশ ভেঙে বৃষ্টি নেমেছিল। যা হয়েছে সারা রাত ধরে। যার জেরে জলমগ্ন হয়ে পড়েছে বাঁকুড়া জেলার বিস্তীর্ণ অংশ। জলবন্দী হয়ে গিয়েছে বহু গ্রাম। সেই প্রতিকূলতার মধ্যে থাকা গ্রামবাসীদের উদ্ধারে আসরে নামলেন মহকুমা শাসক। জল ডিঙিয়ে ছোট্ট শিশুকে কলে করে পৌঁছে দিলেন নিরাপদ স্থানে।

ছোট্ট শিশুকে কোলে নিয়ে মহকুমা শাসকের নিরাপদ স্থানে যাওয়ার ছবি প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে বাঁ দিকের কোলে এক শিশুকে নিয়ে জলের মাঝখান দিয়ে হেটে চলেছেন মহকুমা শাসক অনুপ কুমার দত্ত। তাঁর ডান দিকে রয়েছে আরও একটি মেয়ে। যাকে জলমগ্ন এলাকা থেকে অন্যত্র নিয়ে যেতে সাহায্য করছেন মহকুমা শাসক।

আরও পড়ুন- পারিবারিক অশান্তির জেরে রেলের চাকায় মাথা দিয়ে আত্মহত্যার আর্জি মহিলার

বৃহস্পতিবার এমনই ছবি দেখা গিয়েছে বাঁকুড়া জেলার সোনামুখি ব্লকে। বৃষ্টির কারণে ফুলে উঠেছে শালী নদী। ওই শালী নদীর জলে প্লাবিত সোনামুখী ব্লকের বেশ কয়েকটি গ্রাম। জলে নেমে দুই প্রশাসনিক আধিকারিক উদ্ধার কার্য্যে হাত লাগালেন। সোনামুখী ব্লকের জলবন্দী পিতরাবনী গ্রাম খালি করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হলো গ্রামের মানুষকে। বিষ্ণুপুরের মহকুমা শাসক অনুপ কুমার দত্ত ও এসডিপিও কুতুবুদ্দিন খান এই দুই আধিকারিক একেবারেই গ্রাউন্ড জিরো থেকে গ্রামবাসীদের উদ্ধার কার্য্যে হাত লাগালেন।

আরও পড়ুন- ‘তিনি পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী নন, ভারতীয় দলের গোলরক্ষক’, ভুল ট্যাগিং নিয়ে বিরক্ত অমরিন্দর

এই গ্রামের গ্রামবাসীরা পুরো জলবন্দি হয়েছিল এরপরেই প্রশাসনিক উদ্যোগে সকলকে সরিয়ে আশ্রয় দেওয়া হয়েছে ত্রানশিবিরে। স্পীড বোট ও নৌকা করে দুর্গত মানুষদের উদ্ধার করে নিয়ে আসা হয় নিরাপদ স্থানে। মহকুমা শাসককে দেখা গেলো নিজে জলে নেমে দুর্গত বাচ্চাকে কোলে নিয়ে পৌঁছে দিলেন নিরাপদ স্থানে। শুধু এই গ্রাম নয় পার্বতীয়া গ্রামের জলবন্দী গ্রামবাসীদের উদ্ধার করে নিরাপদে নিয়ে আসার ব্যবস্থা করা হয় প্রশাসনের উদ্যোগে। মহকুমা শাসক ও বিষ্ণুপুরের এসডিপিও-র ভুমিকায় খুশি দুর্গত গ্রামবাসীরা।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39