Tuesday, August 19, 2025
Homeজেলার খবরBJP Bengal: পিকনিকের বিদ্রোহের আঁচে বিজেপির অন্দরে হেঁশেল গরম

BJP Bengal: পিকনিকের বিদ্রোহের আঁচে বিজেপির অন্দরে হেঁশেল গরম

Follow Us :

বনগাঁ: বিজেপির অন্দরে ‘পিকনিক বিদ্রোহ’ (Picnic) অব্যাহত। বনগাঁর (Bongao) পর ২৩ জানুয়ারি, নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে ফের একবার পিকনিক রাজনীতির হাঁড়ি চড়ল পদ্মশিবিরের কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের (Shantanu Thakur) তালুকে।

রবিবার ছুটির আমেজে আরও একবার পিকনিকের মেজাজে দেখা গেল কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে। এদিন তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, এই পিকনিকের মূল উদ্দেশ্য সকলকে উজ্জীবিত করা। কর্মীরা অনেকেই বিভিন্ন কারণে দূরে সরে গিয়েছেন। সেই সব বিক্ষুদ্ধ কর্মীদের জন্য এরকম পিকনিক আরও হবে বলে নেতৃত্বকে পরোক্ষে হুঁশিয়ারি দিয়েছেন ঠাকুরবাড়ির মতুয়া নেতা।

সূত্রের খবর, রবিবার গোবরডাঙার গৈপুরে সেখানকার পুরমণ্ডলের সভাপতির উদ্যোগে একটি পিকনিকের আয়োজন করা হয়। সেখানে যান শান্তনু ঠাকুর। এদিনের পিকনিকে হাজির ছিলেন গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরও, বিজেপির জেলা  সহ-সভাপতি দেবদাস মণ্ডল সহ একাধিক বিজেপির বিক্ষুব্ধ নেতা।

এই পিকনিক থেকেই সাংবাদিকদের মুখোমুখি হন শান্তনু। সেখানেই জানান, এই পিকনিকগুলি হচ্ছে বিক্ষুব্ধদের একত্রিত করার জন্য। শুধু বিজেপি কর্মী নয়, মতুয়া, তফসিলি জাতি-উপজাতি কিংবা সাধারণ ভোটার, যাঁরাই বিক্ষুব্ধ তিনি তাঁদের সঙ্গেই যোগাযোগ রাখবেন।

এর আগের শনিবার বনগাঁর রঘুনাথপুরে গোপালনগর দক্ষিণ মণ্ডলের সভাপতি হরিশঙ্কর সরকারের বাড়িতে পিকনিকের আয়োজন করা হয়েছিল। সাংসদ শান্তনু ঠাকুরই ছিলেন পিকনিকের মূল উদ্যোক্তা। গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর, বনগাঁ উত্তরের অশোক কীর্তনিয়া, রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী, কৃষ্ণগঞ্জের বিধায়ক আশিস বিশ্বাসও উপস্থিত ছিলেন ওই পিকনিকে। ছিলেন সায়ন্তন বসু, জয়প্রকাশ মজুমদার, রীতেশ তিওয়ারিও।

আরও পড়ুন- BJP Bengal: ‘দল বিরোধী’ মন্তব্যের জেরে জয়প্রকাশ, রীতেশকে শো-কজ করল বঙ্গ বিজেপি

যদিও সেই বার শান্তনু ঠাকুর সেটাকে নিছকই পিকনিক বলে দাবি করেছিলেন। তিনি বলেছিলেন, বনগাঁ ছাড়া অন্যান্য এলাকার কর্মকর্তা, কার্যকর্তারা পিকনিকে যোগ দিয়েছে। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। যদিও রবিবারের পিকনিকে আর কোনও রকমের রাখঢাক করেননি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী।

ঘনঘন বিক্ষুব্ধ মুখদের নিয়ে তাঁর এই পিকনিকের আয়োজনে স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে পড়েছে দল। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, এটা আমাদের দলের কোনও কর্মসূচি নয়। তাঁর ইচ্ছা হয়েছে পিকনিকের আয়োজন করেছেন, আমাদের ডাকলে আমরাও যাব।

 

 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | SIR হলফনামা বিতর্ক
48:26
Video thumbnail
Election Commission | SIR-এ ভোটার তালিকায় নাম তুলতে নথিহীন নথি দাবি কমিশনের
02:48:10
Video thumbnail
Abhishek Banerjee | দিল্লি থেকে ফেরার সময় সাংবাদিকদের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখুন সরাসরি
01:13:40
Video thumbnail
ABVP | Bikash Bhavan | বিকাশ ভবন অভিযান ABVP-র, ধু/ন্ধু/মার কাণ্ড, দেখুন কী অবস্থা
02:00:35
Video thumbnail
Supreme Court | মিলিটারি ট্রেনিংয়ে পাওয়া আ/ঘা/তের জেরে চাকরি থেকে ছাঁটাই, খোদ মামলা শীর্ষকোর্টের
02:07:36
Video thumbnail
Gaza | গাজা দখলের পরিকল্পনা নিয়ে হিং/স্র/তার চ/রম নিদর্শন নেতানিয়াহু বাহিনীর, চলছে গ/ণহ/ত্যা
01:12:45
Video thumbnail
Donald Trump | সোমবার বৈঠকের আগেই জেলেনস্কিকে আগাম ট্রাম্প-বার্তা, কী বার্তা দিলেন?
44:36
Video thumbnail
Trump-Zelenskyy | ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর এখন কী হচ্ছে হোয়াইট হাউসে? দেখে নিন সরাসরি
36:20
Video thumbnail
Bangla Bolche | Prasun Banerjee | কেন ইমপিচমেন্ট হওয়া উচিত নির্বাচন কমিশনারের?
03:03
Video thumbnail
Bangla Bolche | Sabyasachi Chatterjee | কমিশনকে কেন বিজেপির B-টিম বলছে বিরোধীরা?
01:42