Wednesday, July 30, 2025
Homeজেলার খবরCivic poll: আসানসোলে মনোনয়ন জমা না দিয়ে তৃণমূলে যোগ বিজেপি প্রার্থীর

Civic poll: আসানসোলে মনোনয়ন জমা না দিয়ে তৃণমূলে যোগ বিজেপি প্রার্থীর

Follow Us :

আসানসোল: মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনের শেষ মুহূর্ত পার হওয়ার পরই তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আসানসোল কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী পিন্টু মুখোপাধ্যায় (bjp candidate joins tmc)। সোমবার সন্ধ্যায় মন্ত্রী মলয় ঘটকের আবাসনে বিজেপির প্রার্থী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এই যোগদান নিয়ে তৈরি হয়েছে চাপানউতর।

মনোনয়নপত্র জমা না-দিয়ে কেন পিন্টু তৃণমূলে যোগদান করলেন, জানতে চাওয়া হলে বিজেপির জেলা সভাপতি দিলীপ দে সাফাই দিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। পিন্টু মুখোপাধ্যায়কে বিজেপি প্রার্থী হিসেবে সরাসরি অস্বীকার করে বলেন যে, তৃণমূল কংগ্রেসে যে পিন্টু যোগদান করেছেন, আসলে তিনি আমাদের প্রার্থী নন। তিনি অন্য পিন্টু মুখোপাধ্যায়।

                                                                পিন্টু মুখোপাধ্যায়

এ বিষয়ে খোদ পিন্টু মুখোপাধ্যায় বলেন, আমি যদি বিজেপি প্রার্থী ছিলাম না, তবে কেন আমার মোবাইলে বিজেপির উচ্চ নেতৃত্ব আমাকে ধন্যবাদ দিয়েছেন! আর যদি পিন্টু মুখোপাধ্যায় অন্য কেউ হয়, তবে তাঁকে স্বশরীরে সামনে আনুক বিজেপি। পিন্টু আরও বলেন, এই রাজ্যে বিজেপি নেই। এই রাজ্যে যে উন্নতি হয়েছে, তা দেখে আমি তৃণমূলে এসেছি এবং অনেকেই আসবেন।

আরও পড়ুন:  Malda Corona: করোনা আক্রান্ত মালদহের আরও এক অতিরিক্ত জেলাশাসক

অন্যদিকে, নিজেদের প্রার্থীকেই বিজেপির জেলা সভাপতি অস্বীকার করা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি বিধান উপাধ্যায় বলেন, ওরা সত্যি কথা বলে? বিজেপির দিল্লি থেকে আসানসোল পর্যন্ত সমস্ত নেতা মিথ্যে কথা বলে আসছে। ওরা কেবল ধর্ম নিয়ে রাজনীতি করে। আর কিছুই করে না।প্রসঙ্গত, বিজেপি ছেড়ে শাসকদলে যোগ দেওয়ার হিড়িক ঠেকাতে সোমবার দলীয় কর্মীদের হুঁশিয়ারি দেন রাজ্য বিজেপি-র সহ-সভাপতি অর্জুন সিং। উত্তর ২৪ পরগনায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, জেতার পরে বিজেপি ছেড়ে যাতে অন্য দলে কেউ না-যেতে পারে, সে কারণে প্রার্থীদের আগে পদত্যাগপত্র লিখিয়ে নেওয়া হবে। অন্য দলে যেতে হলে তাঁকে বিজেপি থেকে পদত্যাগ করতে হবে। তাঁর এই সতর্কবার্তার দিনই আসানসোলের পদ্মপ্রার্থী আরও বড় চমক দিয়ে দল ছাড়লেন।

আরও পড়ুন: হোটেল বন্ধ, কোভিড নির্দেশিকা মেনে খোলা তারাপীঠ মন্দির

বিজেপি থেকে তৃণমূল কগ্রেসে যোগদানের হিড়িক পড়েছে আসানসোল পুরসভা অঞ্চলে। মঙ্গলবার আসানসোল পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে শীতলা অঞ্চলে বিজেপির বুথ সভাপতি থেকে কর্মী-সমর্থক মিলে ১৫০ জন আইএনটিটিইউসি জেলা সভাপতি অভিজিৎ ঘটকের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে বিজেপির বুথ সভাপতি উত্তম মিশ্র বলেন, বিজেপিতে আমাদের সমস্যা হচ্ছিল। আর রাজ্যে দিদির উন্নতি দেখে আমরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। অন্যদিকে অভিজিৎ ঘটক বলেন, প্রায় প্রত্যেক দিনই বিজেপি থেকে তৃণমূলে যোগদান চলছে। তারা বুঝতে পেরেছে বিজেপিতে কিছুই নেই।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Nabanna | নিকাশিতে গুরুত্ব দিচ্ছে নবান্ন, পাড়া পরিষ্কার কর্মসূচি নিয়ে জারি নয়া গাইডলাইন
53:05
Video thumbnail
Anubrata Mondal | মমতার আস্থা, অ-এ অনুব্রত ক-এ কেষ্ট, দেখুন স্পেশাল রিপোর্ট
03:25:40
Video thumbnail
Kalyan Banerjee | এখনও পর্যন্ত কেন ওই লোকটাকে রাখা হয়েছে? দোভালকে নিয়ে কল্যাণের এক মন্তব্যে তো/লপাড়
03:18:10
Video thumbnail
Good Morning Kolkata | সকালের গুরুত্বপূর্ণ খবর, দেখুন একনজরে সরাসরি
02:08:11
Video thumbnail
Bangla Bolche | অপারেশন সিঁদুর মোদির বিদেশনীতি নিষ্ফলা?
02:13
Video thumbnail
Bangla Bolche | Trump | Modi | ট্রাম্পের কথা মিথ্যে, কেন বলছেন না মোদি?
02:53
Video thumbnail
Aajke | কোথায় গেল কেষ্টর টাকা, গল্পের ঝুলি এখন ফাঁকা?
01:16
Video thumbnail
Aajke | কষ্ট করলে কেষ্ট মেলে
00:56
Video thumbnail
ঘোষাল নামা | Ghosal Nama | কোথায় গেল বিজেপির 'জয় শ্রীরাম' রাজনীতি?
04:11
Video thumbnail
ঘোষাল নামা | Ghosal Nama | শান্তির পায়রা ওড়াতে চায় পাকিস্তান?
04:02

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39