Saturday, August 16, 2025
Homeজেলার খবরBankura BJP Clash: বাঁকুড়ায় বিজেপিতে বিদ্রোহ তীব্র আকার নিচ্ছে, গণ পদত্যাগ

Bankura BJP Clash: বাঁকুড়ায় বিজেপিতে বিদ্রোহ তীব্র আকার নিচ্ছে, গণ পদত্যাগ

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: বিজেপিতে অন্তর্দ্বন্দ্ব (Bengal BJP Clash) ক্রমশ বাড়ছে। দল ছাড়ছেন বিজেপি কর্মীরা। রবিবার সকালে বিষ্ণুপুর বিজেপি সাংগঠনিক জেলা সভাপতির পোস্টার (Bankura bjp clash) ঘিরে চাঞ্চল্য।  বিক্ষোভ দেখিয়ে দলত্যাগ (Quit BJP)  করলেন ছাতনার এক নম্বর মণ্ডল সভাপতি সহ ১৪০ জন বিজেপি নেতা কর্মী।

২৫ ডিসেম্বর বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি পদে রদবদল হয়। পরে নতুন জেলা কমিটি ঘোষণা করে বিজেপি নেতৃত্ব। দলের নব গঠিত জেলা কমিটি,  জেলা সভাপতি সহ দলীয় সাংসদ ও বিধায়কের বিরুদ্ধে ধীরে ধীরে ক্ষোভ তৈরি হয় দলের নিচুতলার কর্মীদের। এদিন তারই বহিঃপ্রকাশ ঘটে। দলের স্থানীয় সাংসদ, বিধায়ক ও জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দলীয় সমস্ত পদ থেকে পদত্যাগ করেন বাঁকুড়ার ছাতনা এক নম্বর মণ্ডলের সভাপতি সহ ১৪০ জন।

তাঁদের অভিযোগ, স্থানীয় সাংসদ নিজের ইচ্ছেমতো জেলা কমিটি গঠন করে দল পরিচালনা করতে চাইছেন। রাজ্যের শাসক দলের সঙ্গে সাংসদের বোঝাপড়ারও অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা। তবে শুধু সাংসদ নয়, স্থানীয় বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন বিক্ষোভকারীরা।  এই বিষয়ে বিজেপি জেলা সভাপতির দাবি, যাঁর নেতৃত্বে এই আন্দোলন তাঁকে দলবিরোধী কাজের জন্য শোকজ করা হয়েছে দু’দিন আগে। তাঁদের মন্তব্যের কোনও মান্যতা নেই।

আরও পড়ুন  Dharmatala Bus Accident: ডোরিনা ক্রসিংয়ে বরযাত্রী সমেত বাস উলটে দুর্ঘটনা, শিশুসহ আহত ১২

অন্যদিকে, বাঁকুড়ার বিষ্ণুপুর শহরে সভাপতির পদত্যাগ চেয়ে পোস্টার পড়ে রবিবার। সাংগঠনিক জেলা কার্যালয়ের কাছেই সাঁঁটানো হয় পোস্টারটি। তাতে লেখা হয়, ‘বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতিকে মানছি না মানবো না।’ দলীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি বিজেপির বাঁকুড়া জেলার দুটি সভাপতির বদল করা হয়। বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় দায়িত্ব দেওয়া হয় বিল্বেশ্বর সিংহকে এবং বাঁকুড়া সাংগঠনিক জেলায় সুনীলরুদ্র মণ্ডলকে। নতুনদের হাতে সভাপতির দায়িত্ব দেওয়ার পরেই ক্রমশ প্রকাশ্যে আসতে শুরু করে দলের অন্তর্কলহ।

আরও পড়ুন  Shadow of Robinson Street: রবিনসন স্ট্রিটের ছায়া শিবপুরে, ১০ দিন মেয়ের দেহ আগলে মা

সূত্রের খবর, দলের নতুন সভাপতিদের মেনে নিতে পারছেন না দলের একাধিক বিধায়ক ও দলের নেতৃত্ব। যার ফলস্বরূপ, সভাপতিদের বিরুদ্ধে এমন ক্ষোভ বাড়ছে। যদিও পোস্টার নিয়ে বিজেপির দাবি, সভাপতি নিয়ে দলের মধ্যে কোনও মনোমালিন্য নেই। তৃণমূল চক্রান্ত করে এই কাজ করেছে বলেই দাবি বিজেপির। পালটা তৃৃণমূলের দাবি, এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। বিজেপির বিক্ষুব্ধরা তৃণমূলে আসতে চাইলে তাঁদের স্বাগত জানিয়েছেন তৃণমূল বিষ্ণুপুর টাউন সভাপতি।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
India-Russia | Trump | বৈঠকে ট্রাম্পকে মাত পুতিনের, রাশিয়ায় অনড় দিল্লি, দেবে ডিভিডেন্ড?
00:00
Video thumbnail
India-Russia | Trump | পুতিনে জ/ব্দ ট্রাম্প, সিদ্ধান্তহীনতায় থমথমে মুখ ট্রাম্পের, আর কী হল?
00:00
Video thumbnail
Uttar Pradesh | UP থেকে বিহার, ৩১৬ বোতল হু/ই/স্কি এসির ডাক্টে পা/চার কাণ্ডে গ্রে/ফতার খোদ রেলকর্মী
00:00
Video thumbnail
Midnapore News | TMC | ফুটবল শহীদ দিবসে ফিরল ল/জ্জার ছবি, গোল দিয়ে গোল, লা/থি রেফারিকে
00:00
Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | SIR-ই কি মোদির 'মিশন ডেমোগ্রাফি' ?
00:00
Video thumbnail
Shubhanshu Shukla | Narendra Modi | দেশে ফিরছেন শুভাংশু শুক্লা, দেখা করতে পারেন প্রধানমন্ত্রীর সঙ্গে
00:57
Video thumbnail
Bangla Bolche | Suman Bhattacharya | প্রধানমন্ত্রী জানলেন কী করে ডেমোগ্রাফি বদলাচ্ছে?
02:22
Video thumbnail
Bangla Bolche | Shamim Ahmed | পপুলার স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা মোদির?
02:49
Video thumbnail
Bangla Bolche | Sandeepa Chakraborty | মোদির 'মিশন ডেমোগ্রাফি' ষ/ড়য/ন্ত্র কার?
02:10
Video thumbnail
Bangla Bolche | Sambit Pal | মোদির 'মিশন ডেমোগ্রাফি' আসলে ইসলামিকোরিয়ার চেষ্টা?
02:27