মেদিনীপুর: পুরভোটের আগে টাকা বিলির অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুর জেলার খড়ার পুরসভার ঘটনা। শুক্রবার রাতে নাকা চেকিংয়ের সময় বিপুল পরিমাণ টাকা সহ খড়ার পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীকে গ্রেফতার করে পুলিস। রাতেই অবশ্য জামিনে মুক্তি পেয়ে যান ওই বিজেপি নেতা। তৃণমূলের অভিযোগ, ভোটের আগে টাকা বিলিয়ে এলাকার মানুষদের কিনতে চাইছে বিজেপি। গেরুয়া শিবির অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।
শুক্রবার রাত ১২টা নাগাদ খড়ার পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী ফাল্গুনী মিশ্র বাড়ি ফিরছিলেন। সেই সময় ওই এলাকায় নাকা চেকিং চালাচ্ছিল পুলিস। বিজেপি প্রার্থীর কাছ থেকে সেই সময় ৭০ হাজার ৫০০ টাকা উদ্ধার করে পুলিস। ফাল্গুনী মিশ্রকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। রাতেই অবশ্য জামিনে মুক্তি পেয়ে যান তিনি। যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী। পালটা তৃণমূলকে দোষারোপ করেছেন তিনি।
ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি তন্ময় দাস বলেন, রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা খড়ার পুরসভা এলাকায় টাকা বিলি করতে গিয়েছিল। তা জানতে পেরেই প্রতিবাদ করতে এলাকায় যান বিজেপি প্রার্থী ফাল্গুনী মিশ্র। সেই সময় তৃণমূল কর্মীরা তাঁর পকেটে টাকা গুঁজে দেয়। তৃণমূল নেতা অজিত মাইতি বলেন, আমরা আগে থেকেই এমনটা হবে সন্দেহ করেছিলাম। এটা দিল্লির চুরির টাকা। চুরির টাকা দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী মারফত বিলি করছে বিজেপি নেতারা।
আরও পড়ুন: Kolkata HC On Polling Agent: চন্দ্রকোনায় বিজেপির দুই পোলিং এজেন্টকে নিরাপত্তার নির্দেশ আদালতের