skip to content
Thursday, July 4, 2024

skip to content
Homeজেলার খবরHowrah BJP: সরকারি চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ! গ্রেফতার বিজেপি...

Howrah BJP: সরকারি চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ! গ্রেফতার বিজেপি নেতা

Follow Us :

হাওড়া: সরকারি চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ! গ্রেফতার বিজেপির নেতা সুমিত রঞ্জন কাঁড়ার। ২০২১-এর বিধানসভা নির্বাচনে উদয়নারায়ণপুর থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন তিনি। প্রাইমারি স্কুল সহ বিভিন্ন জায়গায় সরকারি চাকরি দেওয়ার নাম করে বহু চাকরিপ্রার্থীর কাছ টাকা তোলার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সম্প্রতি আমতা-উদয়নারায়ণপুর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন চাকরিপ্রার্থীরা।

চাকরিপ্রার্থী ও তাঁদের অভিভাবকদের অভিযোগ, নামমাত্র টাকা ফেরত দিয়েছিলেন সুমিত। পরে তিনি টাকা ফেরতের জন্য যে চেক দেন, সব‌ই বাউন্স করে। তাঁদের অভিযোগ, রাজ্যের বিভিন্ন জেলা থেকে টাকা আত্মসাৎ করেছে সুমিত। চাকরিপ্রার্থীরা উদয়নারায়ণপুর থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিস তাঁকে হাওড়ার বাড়ি থেকে গ্রেফতার করে। আজ সুমিতকে উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হবে।

চাকরিপ্রার্থীদের অভিযোগ, ২০১৩-১৪ সালে প্রাইমারি, এসএসসি- সহ বিভিন্ন সরকারি দফতরে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই বিজেপি নেতা। প্রায় শতাধিক পড়ুয়াদের থেকে ২ লক্ষেরও বেশি টাকা নিয়েছিলেন তিনি। কিন্তু চাকরি পাওয়া তো দূরের কথা, এতগুলো বছর ধরে শুধুই কথার খেলাপ করেছেন তিনি। চাকরির ব্যপারে জিজ্ঞাসা করলে শুধুই মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন। যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন সুমিত।

আরও পড়ুন: Agnipath Scheme: দেশজুড়ে প্রবল বিক্ষোভ, এবার অগ্নিবীরদের জন্য চাকরিতে সংরক্ষণের সিদ্ধান্ত কেন্দ্রের

RELATED ARTICLES

Most Popular